• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

উড়ন্ত ‘অজানা’র হদিশ পেতে এবার রাফায়েল জেট

ইম্ফল, ২০ নভেম্বর-– ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা উড়ে যাওয়া অজানা বস্তুর রহস্য৷ তাই এবার ইম্ফল বিমানবন্দরের কাছ দিয়ে উডে় যাওয়া সেই অজানা বস্তু -র হদিশ পেতে নামল বায়ুসেনার যুদ্ধবিমান রাফায়েল জেট ৷ সোমবার ২টি রাফায়েল জেট পাঠানো হয়েছে৷ বায়ুসেনার তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়, ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফওর খবর পেয়েই নিকটস্থ বায়ুসেনা ঘাঁটি থেকে

রাফায়েল যুদ্ধবিমান (File Photo: iStock)

ইম্ফল, ২০ নভেম্বর-– ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা উড়ে যাওয়া অজানা বস্তুর রহস্য৷ তাই এবার ইম্ফল বিমানবন্দরের কাছ দিয়ে উডে় যাওয়া সেই অজানা বস্তু -র হদিশ পেতে নামল বায়ুসেনার যুদ্ধবিমান রাফায়েল জেট ৷ সোমবার ২টি রাফায়েল জেট পাঠানো হয়েছে৷ বায়ুসেনার তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়, ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফওর খবর পেয়েই নিকটস্থ বায়ুসেনা ঘাঁটি থেকে রাফায়েল যুদ্ধবিমান পাঠানো হয়৷
বায়ুসেনার পূর্ব কম্যান্ডের তরফে জানানো হয়, ইম্ফল বিমানবন্দরে ইউএফওর হদিশ পেতেই পশ্চিমবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটি থেকে রাফায়েল যুদ্ধ বিমান পাঠানো হয়৷ প্রথম রাফায়েল জেটটি খোঁজ চালিয়েও ইউএফওর কোনও হদিশ পায়নি৷ সেটি ফিরে আসার পর সোমবার দুপুরে আরও একটি রাফায়েল জেট পাঠানো হয়৷ সেটিও তল্লাশি চালাচ্ছে৷ কিন্ত্ত, এখনও এলাকায় সেই ইউএফওর হদিশ মেলেনি৷
অন্যদিকে, ইম্ফল বিমানবন্দরের কাছে উডে় আসা অজানা বস্তুর হদিশ না পাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে৷ প্রসঙ্গত, রবিবার বিকালে ইম্ফল বিমানবন্দরের কাছে এক অজানা উড়ন্ত বস্তু দেখা যায়৷ সিআইএসএফ-এর তরফে জানানো হয়, অজানা উড়ন্ত বস্তুটিকে এয়ারফিল্ডের পশ্চিম দিকে উডে় যেতে দেখা যায়৷ সেটি ঠিক কী বস্তু, তা স্পষ্ট নয়৷ স্বাভাবিকভাবেই চরম আতঙ্ক ছড়ায় ইম্ফল বিমানবন্দর চত্বরে৷ সতর্কতা হিসাবে বেশ কিছুক্ষণের জন্য ইম্ফল বিমানবন্দরে বিমানের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়৷ প্রায় ৩ ঘণ্টা বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকে৷