জয়পুর, ১৯ নভেম্বর – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার পথে রাজস্থানে দুর্ঘটনায় মৃত্যু হল রাজস্থানের পাঁচ পুলিশ আধিকারিকের। রবিবার সকালে ঘটনাটি ঘটে চুরুতে, নাগৌর জেলার খিনভসারের কাছে। ট্রাকের সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও দুই পুলিশ আধিকারিক। আহতদের নাগৌরের জেএলএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নাগৌর থেকে ঝুনঝুনুতে যাচ্ছিল পুলিশের গাড়িটি। ঝুনঝুনুতে প্রধানমন্ত্রীর সভায় নিরাপত্তা দিতে এই পুলিশ কর্মীরা যাচ্ছিলেন।
প্রধানমন্ত্রীর সভা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে তাঁরা রওনা হন। পুলিশ কর্মীরা ভোরবেলা গাড়ি নিয়ে বের হন। তাতে সাত জন পুলিশ আধিকারিক ছিলেন। গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল। সামনেই ছিল একটি ট্রাক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রাকটি হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ায় পিছন দিক থেকে পুলিশের গাড়িটি সজোরে এসে ধাক্কা মেরে সামনের দিকে দুমড়ে ট্রাকের নীচে ঢুকে যায়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ পুলিশ আধিকারিকের। আহত হন ২ জন। আহতদের মধ্যে একজন কনস্টেবল এবং আরেকজন হেড কনস্টেবল।