• facebook
  • twitter
Monday, 25 November, 2024

ক্রিকেটীয় লড়াইয়ের সাক্ষী থাকতে পারেন দুই দেশের রাষ্ট্রনেতারাও।

দিল্লি:- রবিবার বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হবে ভারত- অস্ট্রেলিয়া। মাঠের মতোই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবে গ্যালারিও। সূত্রের খবর, আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সঙ্গে থাককেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এছাড়াও জানা গিয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত-প্যাট কামিন্সদের ক্রিকেটীয় লড়াইয়ের সাক্ষী থাকতে পারেন দুই দেশের রাষ্ট্রনেতারাও। এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং

দিল্লি:- রবিবার বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হবে ভারত- অস্ট্রেলিয়া। মাঠের মতোই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবে গ্যালারিও। সূত্রের খবর, আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সঙ্গে থাককেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এছাড়াও জানা গিয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত-প্যাট কামিন্সদের ক্রিকেটীয় লড়াইয়ের সাক্ষী থাকতে পারেন দুই দেশের রাষ্ট্রনেতারাও। এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, অ্যান্থনি অ্যালবানিজ বা রিচার্ড মার্লেস মোতেরাতে উপস্থিত থাকবেন কিনা তা চূড়ান্ত নয়। ক্রিকেটকে মাধ্যম করেই অনেক সময় রাষ্ট্রনেতারা বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার পরিকল্পনা নেয়। ব্যতিক্রম হচ্ছে না ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে। সূত্রের খবর, বিগত কয়েক বছর ধরেই ভারত অস্ট্রেলিয়া দ্বিপক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক বেশ শক্তিশালী। তারই অঙ্গ হিসেবে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এরআগেও ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একসঙ্গে ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন।এই বছরের মার্চ মাসে বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ ম্যাচে উপস্থিত ছিলেন দুই রাষ্ট্রনেতা। ভারত অস্ট্রেলিয়া ক্রিকেটীয় সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সেই ম্যাচে বিশেষ অতিথি রূপে মোতেরা স্টেডিয়ামে উপস্থিত ছিলে‌ন মোদী এবং অ্যান্থনি অ্যালবানিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া, আর বৃহস্পতিবার রাতে কলকাতাতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল কনফার্ম করেছে অজিরা। ভারত অস্ট্রেলিয়া মেগা ফাইনাল ঘিরে একদিকে যেমন উন্মাদনার পারদ একবারে তুঙ্গে।  শুধু দুই দেশের প্রধানমন্ত্রী নন ফাইনালে মাঠে উপস্থিত থাকতে পারেন একাধিক নক্ষত্ররা। সমাপ্তি অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারেন আলবেনিয়ান সেনসেশন ও হলিউড সঙ্গীত শিল্পী ডুয়া লিপা। ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে বিশেষ প্রদর্শন হতে পারে বলে জানা গিয়েছে।