• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কলেজে ভর্তি হওয়ার সুযোগই পাননি অমিতাভ!

মুম্বই, ১৫ নভেম্বর– তিনি বলিউডের বিগ বসই বটে৷ এই বয়েসে যেভাবে একের পর সিনেমা সঙ্গে বিজ্ঞাপন হাঁকিয়ে চলেছেন তাতে বলিউডের যেকোন তারকা হার মানে৷ সেই অমিতাভই নিজের শিক্ষাজীবন সম্পর্কে এক করুণ কাহিনী শেয়ার করলেন কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে৷ বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে নিজের কলেজ জীবনের স্মৃতিচারণ করেছেন৷ বিগ বি

অমিতাভ বচ্চন (File Photo: IANS)

মুম্বই, ১৫ নভেম্বর– তিনি বলিউডের বিগ বসই বটে৷ এই বয়েসে যেভাবে একের পর সিনেমা সঙ্গে বিজ্ঞাপন হাঁকিয়ে চলেছেন তাতে বলিউডের যেকোন তারকা হার মানে৷ সেই অমিতাভই নিজের শিক্ষাজীবন সম্পর্কে এক করুণ কাহিনী শেয়ার করলেন কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে৷ বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে নিজের কলেজ জীবনের স্মৃতিচারণ করেছেন৷ বিগ বি নাকি কলেজে ভর্তির সুযোগ না পেয়ে অনেক কষ্টে তিন বছরে বিএসসি করেছিলেন৷
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, অমিতাভ বচ্চন সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতির অনুষ্ঠানটির সিজন-১৫ এর একটি এপিসোডে অমিতাভ বচ্চন জানান, তিনি বিএসসি করেছিলেন কারণ তিনি কোথাও ভর্তির সুযোগ পাননি৷
এসময় বিগ বি বলেন, আমি ভর্তি হতে পারছিলাম না৷ একজন আমাকে বলল, আমি চণ্ডীগড়ে ভর্তি হতে পারি৷ তখন সাইকেলে চড়ে দিল্লি থেকে চণ্ডীগড় গিয়েছিলাম৷
পরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দিল্লিতে ভর্তি হই৷ আমি বিজ্ঞান নিয়েছিলাম, ক্লাসে প্রথম লেকচারই আমার বোঝার জন্য যথেষ্ট ছিল যে এটি আমার বোঝার ঊর্ধ্বে৷