মুম্বই, ১১ নভেম্বর – দীপাবলি উৎসবে মুম্বইয়ে বাজি পোড়ানোর সময়সীমা কমিয়ে দিল হাই কোর্ট৷ আদালত জানিয়েছে, মুম্বইয়ে শুধুমাত্র দু’ঘণ্টা বাজি পোড়াতে পারবেন সাধারণ মানুষ৷ গত কয়েক সপ্তাহ ধরেই মাত্রা ছাড়িয়েছে দিল্লির দূষণ৷ সে কথা মাথায় রেখেই এই নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট৷ এর আগে আদালত জানিয়েছিল, উৎসব চলাকালীন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিন ঘণ্টা মুম্বইয়ে বাজি পোড়ানো যাবে৷ ৬ নভেম্বরের সেই নির্দেশ পরিবর্তন করা হয়েছে শুক্রবার৷ বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তিন ঘণ্টার পরিবর্তে দু’ঘণ্টা বাজি পোড়ানো যাবে৷ সময়সীমা রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত৷ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ প্রসঙ্গে হাই কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘‘আমাদের যেন দিল্লির মতো পরিস্থিতি না হয়৷ আমরা মুম্বইকে মুম্বইয়ের মতো রাখব৷’’
৬ নভেম্বরের নির্দেশে আদালত মুম্বই শহরে কোনও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ধ্বংসাবশেষ পরিবহণকারী গাডি়র প্রবেশ নিষিদ্ধ করেছিল৷ সেই নির্দেশেও কিছুটা বদল করা হয়েছে৷ আদালত জানিয়েছে, ওই ধরনের গাডি় ভাল করে ঢেকে রাখলে তা নিয়ে শহরে প্রবেশ করা যাবে৷ আদালতের পর্যবেক্ষণ, ‘‘আমরা একটি কঠিন সময়ের মধ্যে রয়েছি৷ মুম্বইয়ের দূষণ ঠেকাতে অনেক পদক্ষেপ করা হয়েছে৷ দূষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যেতে হবে৷’’
দিল্লিতে মাত্রাতিরিক্ত দূষণের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে৷ রাজধানীর বাতাসের গুণগত মান এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে স্কুল বন্ধ করে দিতে হয়৷ বাড়ানো হয় মেট্রোর সংখ্যা৷ উৎসবের মরশুমে বাজি পোড়ানো হলে আরও বেশি দূষণের সম্ভাবনা রয়েছে৷ আদালতের পর্যবেক্ষণ, মুম্বইয়েও কয়েকটি জায়গায় দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে৷ বাতাসের মান ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে৷ তাই আরও কমিয়ে দেওয়া হচ্ছে বাজি পোড়ানোর সময়৷ বৃহন্মুম্বই পুরসভার প্রধান ইকবাল চহাল নাগরিকদের কাছে হাত জোড় করে আদালতের নির্দেশ মেনে চলার অনুরোধ জানিয়েছেন৷