• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিশ্বকাপের মধ্যে ভারতীয় দল নিয়ে রইল বড় আপডেট।

ভারত:- আগামী সপ্তাহেই হবে গ্রুপ পর্বের ম্যাচ। তারপর ১৯শে নভেম্বর রয়েছে মেগা ফাইনাল। ওডিআই বিশ্বকাপের পর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজিত হবে। সূত্রের খবর, ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩শে নভেম্বর। এই সিরিজের জন্য এখনও ভারতীয় ঘোষণা করা হয়নি। বিশ্বকাপের মধ্যেই দল নির্বাচন নিয়ে বড় আপডেট পাওয়া গেল। সূত্রের খবর, এই

ভারত:- আগামী সপ্তাহেই হবে গ্রুপ পর্বের ম্যাচ। তারপর ১৯শে নভেম্বর রয়েছে মেগা ফাইনাল। ওডিআই বিশ্বকাপের পর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজিত হবে। সূত্রের খবর, ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩শে নভেম্বর। এই সিরিজের জন্য এখনও ভারতীয় ঘোষণা করা হয়নি। বিশ্বকাপের মধ্যেই দল নির্বাচন নিয়ে বড় আপডেট পাওয়া গেল। সূত্রের খবর, এই সিরিজে সম্ভবত খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। বোর্ড কর্তারা চাইছেন না পাণ্ডিয়াকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে। কারণ এরপর দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে ভারতীয় দলের। ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার টি২০ দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া আপাতত চোটের কারণে বাইরে রয়েছেন। এই বিশ্বকাপেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছেন। তার উপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। বিশ্বকাপের পর অল্প কয়েকদিনের মধ্যেই এই সিরিজ শুরু হবে। ফলে এই সময়ের মধ্যে লিগামেন্টের চোট সারিয়ে হার্দিকের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুব কম। ফলে পরিস্থিতি যা তাতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হার্দিককে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে। জানা গিয়েছে, বিশ্রামের তালিকায় আবার আছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা রয়েছেন। জানা গিয়েছে, এই আলোচনায় যে দু’টো নাম চর্চার কেন্দ্রে উঠে আসছে, তাঁরা হলেন- সূর্যকুমার যাদব এবং এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। বিশ্বকাপের সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সম্ভাবনা নেই বললেই চলে। নির্বাচকরা দল ঘোষণা করলে সেক্ষেত্রে ফোকাস নষ্ট হতে পারে ক্রিকেটারদের।