• facebook
  • twitter
Friday, 22 November, 2024

যক্ষায় ভারতের বিশ্বরেকর্ড, দাবি হু-য়ের

দিল্লি, ১০ নভেম্বর– চাঁদ জয়ের পর এবার সূর্য জয়ের পথে ভারত৷ গোটা বিশ্বের কাছে নিদর্শন সৃষ্টি করেছে ভারতের সাফল্য৷ সেই ভারতই কিনা যক্ষার মতো ক্ষয় রোগে সেরা৷ ভারতের এমনই লজ্জাজনক রিপোর্ট পেশ করল বিশ্ব বিশ্বে স্বাস্থ্য সংস্থা হু৷ সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ যক্ষ্মা আক্রান্ত হয়েছেন ভারতেই৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নতুন রিপোর্ট প্রকাশ করেছে,

দিল্লি, ১০ নভেম্বর– চাঁদ জয়ের পর এবার সূর্য জয়ের পথে ভারত৷ গোটা বিশ্বের কাছে নিদর্শন সৃষ্টি করেছে ভারতের সাফল্য৷ সেই ভারতই কিনা যক্ষার মতো ক্ষয় রোগে সেরা৷ ভারতের এমনই লজ্জাজনক রিপোর্ট পেশ করল বিশ্ব বিশ্বে স্বাস্থ্য সংস্থা হু৷ সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ যক্ষ্মা আক্রান্ত হয়েছেন ভারতেই৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নতুন রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে, ২০২২ সালে ভারতে ২৮.২ লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন৷ যা মোট আক্রান্তের ২৭ শতাংশ৷
‘হু’ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে ২০২২ সালে বিশ্বজুডে় যক্ষ্মায় আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ৷ যার মধ্যে ৮৭ শতাংশই ৩০টি দেশের বাসিন্দা৷ যার মধ্যে ভারতই শীর্ষে (২৭ শতাংশ)৷ প্রথম আট দেশের তালিকায় এর পর রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া (১০ শতাংশ), চিন (৭.১ শতাংশ), ফিলিপিন্স (৭ শতাংশ), পাকিস্তান (৫.৭ শতাংশ), নাইজেরিয়া (৪.৫ শতাংশ), বাংলাদেশ (৩.৬ শতাংশ) ও কঙ্গো (৩ শতাংশ)৷
তবে অতিমারী পরবর্তী সময়ে যক্ষ্মা আক্রান্তদের সেরে ওঠার পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিচ্ছে৷ দেখা যাচ্ছে, ২০২০-২১ সালে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সেই রয়েছেন ৬০ শতাংশেরও বেশি মানুষ৷
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রথম ‘হু’ বিশ্বব্যাপী যক্ষ্মা আক্রান্তের তালিকা প্রকাশ করা শুরু করে৷
এরই সঙ্গে রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে যক্ষ্মা আক্রান্তদের মধ্যে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ১২ শতাংশ রোগী৷ যা সারা বিশ্বের নিরিখে সঙ্কটজনক রোগীর (৫.৮ শতাংশ) তুলনায় দ্বিগুণ৷ গত বছর ভারতে যক্ষ্মায় মারা গিয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার মানুষ৷