দিল্লি, ৮ নভেম্বর – লালকৃষ্ণ আডবাণীর ৯৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় আডবাণীকে সততা এবং উৎসর্গের আধার বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কামনা করেছেন আডবাণীর দীর্ঘ আয়ু। বুধবার ৯৬ বছর পার করলেন লালকৃষ্ণ আডবাণী। প্রবীণ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানালেন আডবাণীর এক সময়ের অনুগামী নরেন্দ্র মোদি ।
জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে শাহ লিখেছেন, ‘লালকৃষ্ণ আডবাণীজি-কে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর অক্লান্ত পরিশ্রম এবং সাংগঠনিক দক্ষতা পার্টিকে সমৃদ্ধ করেছে। সেই সঙ্গে কর্মীদের সংঘবদ্ধভাবে গড়ে তোলার কাজ করেছিলেন। বিজেপির সূচনার সময় থেকে ক্ষমতায় আসা পর্যন্ত আডবাণীজির অবদান অতুলনীয়। তিনি প্রতিটি কর্মীর কাছে এক অনুপ্রেরণা’। একইসঙ্গে প্রবীণ নেতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য প্রার্থনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে, জরুরি অবস্থার পর দেশে জনতা পার্টি সরকার শাসনভার গ্রহণ করে। সেই সময় প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোরারজি দেশাই। তাঁর মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছিলেন আডবাণী। ২০১৫ সালে আডবাণীকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত করে মোদি সরকার।