ভোপাল, ৭ নভেম্বর – ভোটের প্রচার সেরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেলের গাড়ি। দুর্ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী সামান্য আহত হলেও কয়েক জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে নরসিংহপুর যাওয়ার সময় অমরওয়াড়ার কাছে মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। জানা গিয়েছে, রাস্তার উল্টো দিক থেকে সেই সময় একটি মোটরসাইকেল আসছিল। মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে মন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায়। মন্ত্রী ছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। পুলিশ সূত্রে খবর, ছিন্দওয়াড়ায় একটি জনসভা ছিল কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেলের। সেখান থেকেই ফিরছিলেন তিনি।
মধ্যপ্রদেশের দামোহর সাংসদ প্রহ্লাদ এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। নরসিংহপুর থেকে প্রার্থী হয়েছেন তিনি। ভোটের মুখে নিজের নির্বাচনী এলাকায় মঙ্গলবারও প্রচারকাজে বেরিয়েছিলেন মন্ত্রী। ছিন্দওয়াড়ায় তিনি একটি জনসভাও করেন। সেখান থেকে ফেরার পথে তাঁর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে।
পুলিশ সূত্রে খবর, মন্ত্রী পায়ে চোট লেগেছে। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন মিডিয়া উপদেষ্টা নিতিন ত্রিপাঠী, তিনিও আহত হয়েছেন। যে বাইকের সঙ্গে মন্ত্রীর গাড়ির ধাক্কা লাগে, সেই বাইকের আরোহীরাও আহত হন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা সঙ্কটজনক ।