• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মামলায় ‘প্রভাব’ এর অপব্যবহার করছেন কলকাতা হাই কোর্টের বিচারপতির স্বামী রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট  

দিল্লি, ৭ নভেম্বর – কলকাতা হাই কোর্টের বিচারপতির স্বামীর বিরুদ্ধে প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠল৷ কলকাতা হাই কোর্টের বিচারপতি এবং তাঁর স্বামী ফৌজদারি মামলার বিচারে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ৷ এই বিষয়ে সুপ্রিম কোর্ট সিআইডি-কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে৷ প্রভাব খাটিয়ে ফৌজদারি তদন্তে বাধা সৃষ্টির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৬৪ বছরের

দিল্লি, ৭ নভেম্বর – কলকাতা হাই কোর্টের বিচারপতির স্বামীর বিরুদ্ধে প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠল৷ কলকাতা হাই কোর্টের বিচারপতি এবং তাঁর স্বামী ফৌজদারি মামলার বিচারে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ৷ এই বিষয়ে সুপ্রিম কোর্ট সিআইডি-কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে৷

প্রভাব খাটিয়ে ফৌজদারি তদন্তে বাধা সৃষ্টির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৬৪ বছরের এক মহিলাএবং তাঁর মেয়ে৷ বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখেছে শীর্ষ আদালত৷ সোমবার রাজ্যের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে আদালত নির্দেশ দিয়েছে, কোনওরকম চাপের কাছে নতি স্বীকার না করে তদন্ত চালিয়ে যেতে ৷ কোনওরকম প্রভাব খাটানো হয়েছে কি না, তা-ও জানাতে হবে শীর্ষ আদালতকে৷ পাশাপাশি, আগামী ডিসেম্বরে পরবর্তী শুনানির আগে রাজ্য সরকারকে মুখবন্ধ খামে এই তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ৷

জানা গিয়েছে, সম্পত্তিগত বিবাদ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা চলছে৷ অভিযোগকারী মহিলার দাবি, কলকাতা হাই কোর্টের এক বিচারপতি এবং তাঁর আইনজীবী স্বামী দুটি ফৌজদারি মামলায় হস্তক্ষেপ করার চেষ্টা করছেন৷ তাঁরা তাঁদের পদমর্যাদার অপব্যবহার করে ফৌজদারি মামলার বিচারে প্রভাব খাটানোর চেষ্টা করছেন৷ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আত্মীয়দের বিরুদ্ধে তিনি ও তাঁর মেয়ে ফৌজদারি মামলা দায়ের করেছিলেন৷

মহিলার অভিযোগ, সম্পত্তির একটি অংশ তাঁর পিতার মৃতু্যর পরে তাঁকে দেওয়া হয়৷ কিন্ত্ত তাঁর বড় ভাই এবং তাঁর পরিবার তাঁকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন৷ বহুবার তাঁর অংশ ছেডে় দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে, এমনকী, শারীরিক নিগ্রহও করা হয়েছে বলে অভিযোগ৷ সেই ঘটনা ধরা পডে় সিসিটিভি ফুটেজে৷ যার জেরে আত্মীয়দের বিরুদ্ধে  দু’টি ফৌজদারি মামলা দায়ের করেন তাঁরা৷
সোমবার এই মামলাতেই সুপ্রিম কোর্টের বিচারপতি সিআইডি তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন৷ রাজ্য তদন্তকারী সংস্থা যাতে কোনও চাপের কাছে মাথা নত  না করে৷  এই ধরণের কোন ঘটনা ঘটলে সিআইডি যেন শীর্ষ আদালতে জানায়, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷