• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রবল তুষারপাতে বিধ্বস্ত উত্তর চিন, মঙ্গোলিয়ায় মৃত আট

বেইজিং, ৭ নভেম্বর– প্রবল তুষারপাতে বিধ্বস্ত উত্তর চিন৷ অবস্থা এতটাই শোচনীয় যে হেলিয়ংজিয়াংয়ের রাজধানী শহর হারবিনে প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে৷ বহু ট্রেন ও প্লেন বাতিল করা হয়েছে৷ প্রায় সব প্রধান সড়ক বন্ধ৷ এই প্রদেশের বিশাল এলাকা বরফের তলায় চলে গেছে৷ প্রশাসনের পক্ষ থেকে জনগণকে বলা হয়েছে, তারা যেন জরুরি কারণ ছাড়া বাইরে না

বেইজিং, ৭ নভেম্বর– প্রবল তুষারপাতে বিধ্বস্ত উত্তর চিন৷ অবস্থা এতটাই শোচনীয় যে হেলিয়ংজিয়াংয়ের রাজধানী শহর হারবিনে প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে৷ বহু ট্রেন ও প্লেন বাতিল করা হয়েছে৷ প্রায় সব প্রধান সড়ক বন্ধ৷ এই প্রদেশের বিশাল এলাকা বরফের তলায় চলে গেছে৷
প্রশাসনের পক্ষ থেকে জনগণকে বলা হয়েছে, তারা যেন জরুরি কারণ ছাড়া বাইরে না আসেন বা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা না করেন৷
হারবিনে ৫০ লাখের মতো মানুষ বসবাস করেন৷ টিভি ফুটেজে দেখা গেছে, সেই শহরে ট্রাক ও গাডি়র বিশাল লাইন রয়েছে৷
মঙ্গোলিয়াতেও প্রবল বরফ পডে়ছে৷ কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতু্য হয়েছে ছয় মহিলা, এক পুরুষ ও একটি ১২ বছর বয়সী বাচ্চা মারা গেছে৷