দিল্লি:- দীর্ঘ একবছর ধরেই মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে তদন্ত করছে ইডি। উদ্ধার হয়েছে ৪৫০ কোটি টাকা। সূত্রের খবর, সম্প্রতি এই বেটিং অ্যাপ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। এত কিছুর পর গতকাল মহাদেব বেটিং অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। সঙ্গে আরও ২১টি বেটিং অ্যাপকেও নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আইনের ৬৯ নং ধারার অধীনে এই অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ইডি এই অ্যাপগুলিকে ব্লক করার সুপারিশ করেছিল সরকারের কাছে। এদিকে মহাদেব অ্যাপ নিষিদ্ধ ঘোষণার পরে ছত্তিশগড় সরকারকে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
প্রসঙ্গত, মহাদেব বেটিং অ্যাপ নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। এই অ্যাপের প্রোমোটার সৌরভ চন্দ্রাকরের বিলাসবহুল বিয়ে থেকে শুরু করে বলিউড তারকাদের যোগ চোখ কপালে তুলছিল। জানা গিয়েছে, এই মামলায় সম্প্রতি অসীম দাস এবং ভিম সিং যাদব নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ইডি জানায়, বৃহস্পতিবার রায়পুরের এক হোটেল থেকে ৫.৩৯ কোটি নগদ উদ্ধার করে পুলিশ। এখনও পর্যন্ত ৪৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এদিকে এই মামলার সঙ্গে যুক্ত আরও এক ব্যক্তিকে কয়েকদিন আগে তলব করেছিল ইডি। তবে তিনি হাজিরা দেননি। তদন্তে তালরেজা, রতনলাল জৈন এবং শুভম সোনি নামে তিন ব্যক্তির কথা উঠে এসেছে।
তবে জানা গিয়েছে, ইমেল মারফত তিনি ইডিকে জানিয়েছিলেন, এই অ্যাপের কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যেতে রাজনীতিবিদদের টাকা দেওয়া হত। সোনির থেকেই নাকি ইডি জানতে পারে, ভূপেশ বাঘেলকে নিয়মিত টাকা দেওয়া হত মহাদেব অ্যাপের তরফ থেকে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে নাকি এখনও পর্যন্ত মোট ৫০৮ কোটি টাকা দেওয়া হয়েছে।