• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হামবুর্গ বিমানবন্দরে ১৮ ঘণ্টা পর উদ্ধার শিশু, আত্মসমর্পণ করলেন অপহরণকারী

 হামবুর্গ, ৬ নভেম্বর – শিশুর অভিভাবকত্ব কে পাবেন, সেই নিয়ে মা-বাবার ঝগড়া-বিবাদ গড়িয়েছিল অপহরণে৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাবা নিজের সন্তানকেই তুলে নিয়ে গিয়ে ‘বন্দি’ করেছিলেন হামবুর্গ বিমানবন্দরে৷ ‘বন্দুকধারী অপহরণকারীর’ আতঙ্ক ছডি়য়ে গোটা বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়লে  বন্ধ হয়ে যায় বিমানবন্দর, বাতিল করা হয় অন্তত ৬০ টি উড়ান৷ বিপাকে পড়েন তিন হাজারের বেশি যাত্রী৷ অবশেষে ১৮ ঘণ্টা

 হামবুর্গ, ৬ নভেম্বর – শিশুর অভিভাবকত্ব কে পাবেন, সেই নিয়ে মা-বাবার ঝগড়া-বিবাদ গড়িয়েছিল অপহরণে৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাবা নিজের সন্তানকেই তুলে নিয়ে গিয়ে ‘বন্দি’ করেছিলেন হামবুর্গ বিমানবন্দরে৷ ‘বন্দুকধারী অপহরণকারীর’ আতঙ্ক ছডি়য়ে গোটা বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়লে  বন্ধ হয়ে যায় বিমানবন্দর, বাতিল করা হয় অন্তত ৬০ টি উড়ান৷ বিপাকে পড়েন তিন হাজারের বেশি যাত্রী৷ অবশেষে ১৮ ঘণ্টা টানাপোডে়নের পর বিনা বাধায় আত্মসমর্পণ করলেন ‘আততায়ী’৷ উদ্ধার করা সম্ভব হয়েছে ৪ বছরের শিশুটিকে৷ পুলিশ জানিয়েছে, শিশুটি অক্ষত রয়েছে৷

বাচ্চার অভিভাবকত্ব নিয়ে বিবাদের জেরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাবা নিজের সন্তানকেই তুলে নিয়ে গিয়ে ‘বন্দি’ করেছিলেন হামবুর্গ বিমানবন্দরে৷ পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, রবিবার রাত ২ টো নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ব্যক্তি সিকিওরিটি গেট ভেঙে গাডি় নিয়ে ঢুকে পডে়ন হামবুর্গ বিমানবন্দরে৷ শূন্যে দু’বার গুলি ছোডে়ন তিনি৷ তার পর দু’টো জ্বলন্ত বোতল গাডি়র জানলা দিয়ে ছুডে় দেন৷ শেষে বিমানবন্দরের টারম্যাকে দাঁডি়য়ে থাকা একটি বিমানের নীচে গাডি়টিকে দাঁড় করান৷

পুলিশ জানিয়েছে, শিশুটির কথা মাথায় রেখে তারা সাবধানে পা ফেলছিল৷ প্রায় ১৮ ঘণ্টা পরে ৩৫ বছর বয়সি অপহরণকারী নিজেই আত্মসমর্পণ করেন৷ পুলিশের সন্দেহ, শিশু কার কাছে থাকবে, সেই নিয়ে ঝগড়া থেকেই অপহরণ৷ শিশুটির মা পুলিশের কাছে আগেই অভিযোগ জানিয়েছিলেন, তাঁর সন্তানের বাবা ক্রমাগত উত্ত্যক্ত করে চলেছেন৷ অপহরণের সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন৷ একটি জার্মান সংবাদ সংস্থার খবর, শিশুটি তার মায়ের সঙ্গে স্টেজ-এ থাকে৷ শিশুর বাবা থাকেন অন্য শহরে৷ তিনি মায়ের কোল থেকে শিশুটিকে প্রায় ছিনিয়ে নিয়ে পালান৷ তার পর ঢুকে পডে়ন হামবুর্গ বিমানবন্দরে৷

ঘটনার সময়ে তুরস্কের একটি উড়ান সংস্থার বিমান ও আরও কিছু বিমান টার্মিনালে দাঁডি়য়েছিল৷ সেগুলিকে দ্রুত ফাঁকা করে দেওয়া হয়৷ টার্মিনাল বিল্ডিংগুলোকেও খালি করে দেওয়া হয়৷ এ ঘটনায় সমস্যায় পডে়ছেন তিন হাজারেরও বেশি যাত্রী৷