• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মহুয়ার বিরুদ্ধে পক্ষপরতদুষ্ট, একপেশে পদক্ষেপ করতে পারে এথিক্স কমিটি, জল্পনা বাড়াল ‘জাগো বাংলা’র খবর

দিল্লি, ৬ নভেম্বর– রবিবারেই জানা গিয়েছিল, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আগামী মঙ্গলবার ফের বসতে চলেছে এথিক্স কমিটির বৈঠক৷ কিন্তু তার আগেই এথিক্স কমিটির কঠোর সিদ্ধান্তের জল্পনা উস্কে দিল বাংলার তৃণমূল সরকারের মুখপত্র জাগো বাংলা৷ তৃণমূলের মুখপত্র জাগো বাংলার সোমবারের সংস্করণের প্রথম পাতায় মহুয়াকে নিয়ে ছাপা খবরে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কৃষ্ণনগরের

মহুয়া মৈত্র (File Photo: IANS)

দিল্লি, ৬ নভেম্বর– রবিবারেই জানা গিয়েছিল, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আগামী মঙ্গলবার ফের বসতে চলেছে এথিক্স কমিটির বৈঠক৷ কিন্তু তার আগেই এথিক্স কমিটির কঠোর সিদ্ধান্তের জল্পনা উস্কে দিল বাংলার তৃণমূল সরকারের মুখপত্র জাগো বাংলা৷ তৃণমূলের মুখপত্র জাগো বাংলার সোমবারের সংস্করণের প্রথম পাতায় মহুয়াকে নিয়ে ছাপা খবরে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কৃষ্ণনগরের দলীয় সাংসদের ব্যাপারে কমিটি পক্ষপাতদুষ্ট, একপেশে সিদ্ধান্ত নিতে পারে৷
দিল্লির রাজনৈতিক মহলের খবর, কৃষ্ণনগরের সাংসদের লোকসভার সদস্য পদ খারিজ করার সুপারিশ করতে পারে কমিটি৷ মঙ্গলবারের বৈঠকে মহুয়া এবং দানিশ আলি সহ বিরোধী দলের এমপি’দের ডাকা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়৷
সংসদ বিষয়ে অভিজ্ঞ এক অবসরপ্রাপ্ত পদাধিকারীর বক্তব্য, যেহেতু মহুয়া এবং অন্য পাঁচ সাংসদ আগের দিনের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন তাই চেয়ারম্যান মনে করলে তাঁদের নাও ডাকতে পারেন৷ বিজেপির সদস্যদের উপস্থিতিতে আগের দিনের অসমাপ্ত শুনানির ভিত্তিতেই রিপোর্ট চূড়ান্ত করতে পারেন৷  মহুয়া সদুত্তর দিতে পারেননি, এই যুক্তিতে তাঁর সদস্যপদ খারিজের সুপারিশ করা হতে পারে৷
সেই সুপারিশ কার্যকর করার ভার স্পিকারের উপর৷ তিনি মনে করলে সুপারিশটি সংসদের বিশেষ কমিটি গঠন করে তাদের বিবেচনার জন্য পাঠিয়ে দিতে পারেন৷ অথবা সঙ্গে সঙ্গে কার্যকর করতে পারেন ভোটাভুটির মাধ্যমে৷ টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে ২০০৫- এ লোকসভার দশ এবং রাজ্যসভার দুই সাংসদের সদস্যপদ খারিজ হয়েছিল৷
মহুয়া অবশ্য শনিবারই জানিয়েছিলেন, কমিটি তাঁকে ডাকলে ফের যাবেন৷ সোমবার সারাদিন পরে রয়েছে৷ যদিও কমিটির মঙ্গলবারের বৈঠকে ডাকতে হলে অবশ্য রবিবারই চিঠি পাঠানো হত বলে ওয়াকিবহাল মহল মনে করছে৷
মহুয়া আগের দিন কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করে স্পিকারকে চিঠি লিখে চেয়ারম্যান বিনয় সোনকরের বিরুদ্ধে গুরুতর নালিশ করেন৷ তৃণমূল সাংসদের অভিযোগ, এথিক্স কমিটি জিজ্ঞাসাবাদের নামে সেদিন কার্যত তাঁর বস্ত্রহরণ করেছে৷ স্পিকার ওই চিঠির বিষয়ে কোনও পদক্ষেপ করেছেন বলে সংসদ সচিবালয় জানায়নি৷ মহুয়াকে শেষ পর্যন্ত বহিষ্কার করা হলে তাঁর সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া পথ থাকবে না৷