• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

দীপাবলির আগেই রাজ্যে বিপুল বিনিয়োগ এসেছে,জানালেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ:- উত্তর প্রদেশকে শিল্পবান্ধব করে গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছেন যোগী আদিত্যনাথ। দীপাবলির আগেই রাজ্যে বিপুল বিনিয়োগ এসেছে বলে জানালেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, তিনি বলেছেন রাজ্যের পূর্বাচল প্রদেশের জন্য ১.২৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। শুধু বিনিয়োগ আসাই বড় কথা নয়। যেসব রাজ্যে বিনিয়োগ এসেছে সেই তালিকায় রয়েছে শোনভদ্র, মির্জাপুর, চন্দ্রৌলি। এই এলাকাগুলি এতোদিন

উত্তরপ্রদেশ:- উত্তর প্রদেশকে শিল্পবান্ধব করে গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছেন যোগী আদিত্যনাথ। দীপাবলির আগেই রাজ্যে বিপুল বিনিয়োগ এসেছে বলে জানালেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, তিনি বলেছেন রাজ্যের পূর্বাচল প্রদেশের জন্য ১.২৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। শুধু বিনিয়োগ আসাই বড় কথা নয়। যেসব রাজ্যে বিনিয়োগ এসেছে সেই তালিকায় রয়েছে শোনভদ্র, মির্জাপুর, চন্দ্রৌলি। এই এলাকাগুলি এতোদিন মাওবাদী প্রভাবিত এলাকা বলেই পরিচিত ছিল। সেই এলাকাগুলিতে বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, মোট ৩০টি প্রকল্প শুরু করার কথা হচ্ছে এই এলাকায়। তার জন্য বিনিয়োগ করতে হবে ৫৪,০৪২ কোটি টাকা। চন্দৌলি পেয়েছে ৪৬টি প্রকল্প। যার মোট খরচ ১৬,১৬১ কোটি টাকা। আর মির্জাপুর পেয়েছে ৪৬টি প্রকল্প। যেগুলির মোট খরচ ৫৯৫৭ কোটি টাকা। যোগী আদিত্যাথ ক্ষমতায় আসার পর থেকে পূর্বাঞ্চলের বিপুল উন্নয়ন করেছেন। একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করেছেন তিনি। সড়ক পরিষেবা, জলপথ পরিষেবা এমনকী বিদ্যুৎ, পরিবহণ, রেল সব দিক দিয়ে পূর্বাঞ্চলের বিপুল উন্নয়ন ঘটানো হয়েছে। রাজ্যের অন্যান্য শহরেও বিনিয়োগ আসতে শুরু করেছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। বারাণসী, প্রয়াগরাজ, গোরক্ষপুরেও আসতে শুরু করেছে একাধিক বিনিয়োগ।