ইসলামাবাদ, ৩ নভেম্বর – ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল পাকিস্তানে৷ ডেরা ইসমাইল খান শহরে পুলিশকে লক্ষ্য করে এই হামলা চালালে মৃতু্য হয় ৫ জনের৷ আহত বেশ কয়েকজন পুলিশকর্মী৷ যদিও এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ৷
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, শুক্রবার পাকিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম অঞ্চলে ডেরা ইসমাইল খান শহরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ পুলিশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়৷ ঘটনায় প্রাণ হারান পাঁচজন, জখম হন ২১ জন ৷ এবিষয়ে পাক পুলিশের এক আধিকারিক মহম্মদ আদনান জানিয়েছেন, এটি কোনও আত্মঘাতী হামলা, নাকি কোনও বোমা ফাটার কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশ টহলদারি এলাকার খুব কাছে বিস্ফোরণটি হয়৷
জানা গিয়েছে, যে অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে সেটি মূলত আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকা৷ সেখানে আইন কানুন বা সরকারি নিয়ন্ত্রণ নেই বললেই চলে৷ যা অন্য দেশ-সহ পাকিস্তানেরও বহু ইসলামিক সন্ত্রাসবাদীদের চারণভূমি ৷
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসেই পাকিস্তানের বালুচিস্তানে মাসতুঙ্গ এলাকায় একটি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃতু্য হয় অন্তত ৫৬ জনের৷