• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পোশাকের জন্য গ্রেফতার উরফি

মুম্বই, ৩ নভেম্বর– পোশাক না পরে মানে পরে যিনি সবথেকে বেশি চর্চার কেন্দ্রে থাকেন তিনি উরফি জাভেদ৷ বলিপাড়ার অন্যতম চর্চিত নাম তিনি৷ তাঁর বোল্ড পোশাক, তাঁর ছকভাঙা লুক, বিশেষ করে তিনি যেভাবে খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ বোধ করেন, তাতে বোধহয় কোথাও গিয়ে একশ্রেণির সমস্য দেখা দেয়৷ বারবার তাঁকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলার৷ কখনও

মুম্বই, ৩ নভেম্বর– পোশাক না পরে মানে পরে যিনি সবথেকে বেশি চর্চার কেন্দ্রে থাকেন তিনি উরফি জাভেদ৷ বলিপাড়ার অন্যতম চর্চিত নাম তিনি৷ তাঁর বোল্ড পোশাক, তাঁর ছকভাঙা লুক, বিশেষ করে তিনি যেভাবে খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ বোধ করেন, তাতে বোধহয় কোথাও গিয়ে একশ্রেণির সমস্য দেখা দেয়৷ বারবার তাঁকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলার৷ কখনও আবার পুলিশের হুমিকও দেখানো হয়েছে৷ তবে উরফি জাভেদ বরাবরই নিজের মন্তব্যে স্পষ্ট ছিলেন৷ সাফ জানিয়ে দিতে পিছপা হননি, যে পোশাক যার যার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত৷ সেক্ষেত্রে তিনি যে ধরনের পোশাক পরেন তা নিয়ে তাঁর মনে খুব একটা পরশ্ন ছিল না তাঁর৷
তাই বলে রাস্তার মাঝখান থেকে তাঁকে তাঁর পোশাকের জন্য গ্রেফতার করা হবে একথা অনেকেই যেন মেনে নিতে পারছেন না৷ উরফির সঙ্গে এবার কি তেমনটাই ঘটল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে তেমনটাই স্পষ্ট হয়ে গেল নেটিজেনদের কাছে৷ যেখানে দেখা যায় গাডি় করে হাজির পুলিশ৷ ভেতর থেকে ডেকে আনা হয় তাঁকে৷ উরফি বেরিয়ে জানতে চান, ঠিক কী ঘটেছে, মহিলা পুলিশ খুব একটা বিস্তারিত কিছু না জানিয়ে কেবল তাঁকে বলেন, খোলামেলা পোশাক পরার জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে৷ উরফি খানিকটা অবাক হয়ে গিয়ে বলেন, তিনি যা ইচ্ছে তাই পরতে পারেন, তার জন্য তাঁকে আটক কেন করা হবে? পাল্টা পুলিশের তরফ থেকে তাঁকে জানান হয়, যে তাঁর যা বলার আছে তিনি যেন তা থানায় গিয়ে বলেন৷ এরপর ঠিক কী ঘটে এখনও স্পষ্ট নয়৷