• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এবার ‘প্রোজেক্ট কুশ’ -এ আয়রন ডোমকেও চমকে দিতে এগোচ্ছে ভারত

দিল্লি, ৩ নভেম্বর– ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ বর্তমানে বিশ্বের সবথেকে চর্চিত বিষয়৷ প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত আক্রমনের কারণেই রাতারাতি যুদ্ধ শুরু হয়েছে যায় এই দুই দেশের মধ্যে৷ তবে এই যুদ্ধে যত না চর্চা হয়েছে ইজরায়েল এবং প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিয়ে তার থেকে বেশি চর্চা হয়েছে ইজরায়েলের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ বা আকাশ নিরাপত্তা ব্যবস্থা ‘আয়রন ডোম’কে নিয়ে৷

দিল্লি, ৩ নভেম্বর– ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ বর্তমানে বিশ্বের সবথেকে চর্চিত বিষয়৷ প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত আক্রমনের কারণেই রাতারাতি যুদ্ধ শুরু হয়েছে যায় এই দুই দেশের মধ্যে৷ তবে এই যুদ্ধে যত না চর্চা হয়েছে ইজরায়েল এবং প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিয়ে তার থেকে বেশি চর্চা হয়েছে ইজরায়েলের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ বা আকাশ নিরাপত্তা ব্যবস্থা ‘আয়রন ডোম’কে নিয়ে৷
ভারতের নিজস্ব এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রোজেক্ট কুশ’৷ ‘প্রোজেক্ট কুশ’-এর দায়িত্বে রয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)’৷
ভারতে এটি তৈরি হয়ে গেলে তা শত্রুপক্ষের দিক থেকে ধেয়ে আসা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্টিলথ যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে৷ বিশেষজ্ঞদের দাবি, ‘প্রোজেক্ট কুশ’ সফল হলে শুধু ইজরায়েলের ‘আয়রন ডোম’ নয়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০ সিস্টেম’ এবং আমেরিকার ‘প্যাট্রিয়ট’-এর থেকেও বেশি কার্যকর হবে৷
ইজরায়েলের সামরিক কর্তাদের দাবি, ‘আয়রন ডোম’ না থাকলে হামাসের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেত তাঁদের দেশের বহু এলাকা৷  আর এই ‘আয়রন ডোম’কেই তাদের সুরক্ষার অঙ্গ হিসেবে গড়ে তুলতে চাইছে ভারত৷ ইজরায়েলের ‘আয়রন ডোম’-এর মতোই এক ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ তৈরি করতে চলেছে ভারতও৷ এটি হতে চলেছে ভারতের নিজস্ব ‘আয়রন ডোম’৷ ২০২৮-২৯ সালের মধ্যেই ভারত তার প্রথম আকাশ প্রতিরোধক ব্যবস্থা তৈরি করে ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে৷
বিশেষজ্ঞদের মতে, ‘আয়রন ডোম’কে ইজরায়েলের ‘নিশ্ছিদ্র পাহারাদার’ বলে মনে করা হয়৷ মনে করা হয়, ‘আয়রন ডোম’ বিশ্বের অন্যতম শক্তিধর আকাশ প্রতিরোধক ব্যবস্থা৷ হামলা প্রতিরোধক এই অস্ত্রের জন্ম ইজরায়েলেই৷