• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

বিজেপির পর, বহু আসনে কংগ্রেসের লড়াই ইন্ডিয়া ব্লকের অংশীদারদের বিরুদ্ধেও।

ভারত:- ১৭ই নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। রাজ্যে কংগ্রেসের প্রধান লড়াই বিজেপির সঙ্গে হলেও, কংগ্রেসকে প্রায় শখানেক আসনে সামলাতে হচ্ছে ইন্ডিয়া ব্লকের ঝামেলাও। কয়েকটি আসনে আবার ইন্ডিয়া ব্লকের একাধিক দলের প্রার্থীরাও রয়েছেন। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের যে চিত্র পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে ২৩০ টি আসনের বিধানসভায় কংগ্রেসকে বিজেপি ছাড়াও ৯২ টি আসনে লড়াই করতে

ভারত:- ১৭ই নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। রাজ্যে কংগ্রেসের প্রধান লড়াই বিজেপির সঙ্গে হলেও, কংগ্রেসকে প্রায় শখানেক আসনে সামলাতে হচ্ছে ইন্ডিয়া ব্লকের ঝামেলাও। কয়েকটি আসনে আবার ইন্ডিয়া ব্লকের একাধিক দলের প্রার্থীরাও রয়েছেন। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের যে চিত্র পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে ২৩০ টি আসনের বিধানসভায় কংগ্রেসকে বিজেপি ছাড়াও ৯২ টি আসনে লড়াই করতে হচ্ছে ইন্ডিয়া ব্লকের অংশীদারদের বিরুদ্ধে। এর মধ্যে আবার ২৬ টি এমন আসন রয়েছে, যেখানে ইন্ডিয়া ব্লকের একাধিক অংশীদার রয়েছে। জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের এইসব অংশীদাররা হল সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি এবং জনতা দল ইউনাইটেড। সূত্রের খবর, এসপি, আপ ও জেডিইউ-এর তরফে জানানো হয়েছে, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ব্যর্থ হওয়ার কারণেই তারা প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ইন্ডিয়া ব্লকের অংশীদারদের মধ্যে আপ সর্বাধিক ৭০ টি আসনে প্রার্থী দিয়েছে। এসপি প্রার্থী দিয়েছে ৪৩ টি আসনে। অন্যদিকে জেডিইউ প্রার্থী দিয়েছে ১০ টি আসনে। সূত্রের খবর, পরিসংখ্যান বলছে, ৯২ টি আসনের মধ্যে পনেরোটি এমন আসন রয়েছে, যেখানে কংগ্রেস ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে খুব অল্প ব্যবধানে হেরেছিল। জানা গিয়েছে, ২৭ অক্টোবর প্রকাশিত ইন্ডিয়া টিভি-সিএনএক্সের জনমত সমীক্ষা অনুসারে বিজেপি ১১৫ টি আসনে এবং কংগ্রেস ১১০ টি আসনে জয়লাভ করতে পারে বলে জানা গিয়েছে।