উত্তরপ্রদেশ:- উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার গ্লোবাল ইনভেস্টরস সামিটে ৩৮ লক্ষ কোটি টাকার বেশি মূল্যের সমঝোতা স্মারক করে রেকর্ড তৈরি করেছে। এখন একটি গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের মাধ্যমে এই বিনিয়োগকে বাস্তবে রূপান্তর করতে প্রস্তুত। সূত্রের খবর, জানা গিয়েছে, বর্তমানে আনুমানিক ৬.৮ লক্ষ কোটি টাকার আট হাজারের বেশি প্রকল্প জিবিসির মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রস্তুত, যা আগামী বছরের শুরুতে শুরু হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সরকারি আধিকারিকরা জানিয়েছেন গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের জন্য সব বিভাগের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখনও পর্যন্ত আট হাজারের বেশি প্রকল্প, যার মোট বিনিয়োগ সম্ভাবনা নয় লক্ষ কোটি টাকার বেশি, জিবিসির জন্য প্রস্তুত রয়েছে। এরমধ্যে ছয় হাজারের বেশি প্রকল্পের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সূত্রের খবর জানা গিয়েছে, উত্তর প্রদেশ ২৬ হাজারের বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সেখানে সম্ভাব্য বিনিয়োগ ৩৮ লক্ষ কোটি টাকার বেশি। সরকার ৩৩টি বিভাগকে ৯ লক্ষ কোটি টাকা বেশি মূল্যের সমঝোতা স্মারক বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। জিবিসির জন্য এক লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের এমওইউ পেয়ে শক্তি বিভাগের অতিরিক্ত উৎসগুলি সর্বাধিক সাফল্য অর্জন করেছে। নয়ডা কর্তৃপক্ষও উল্লেখযোগ্য বিনিয়োগের জন্য প্রস্তুত আছে বলে জানা গিয়েছে। জিবিসির জন্য ৫৪ হাজার কোটি টাকার ১১৫ টি প্রকল্প প্রস্তুত। তারা ৪২৬ টি ওমওইউ স্বাক্ষর করে তাদের ৯০ হাজার কোটি টাকার লক্ষ্যের ৬১ শতাংশ অর্জন করেছে। জিবিসিতে উচ্চশিক্ষায় ৫১ হাজার কোটি টাকার ২৫৭ টি প্রকল্পের জন্য সম্মতি পেয়েছে। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী ব্রিজেস পাঠক বলেছেন, নতুন শিল্পনীতির মাধ্যমে, এ এক উইন্ডো সিস্টেম এবং ব্যবসা করার সহজতা উত্তর প্রদেশে সুযোগগুলিকে প্রসারিত করেছে।