• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর অদূরেই ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা

ইম্ফল, ২ নভেম্বর– একের পর এক ঘটনায় অশান্তি বেড়েই চলেছে মণিপুরে৷ দু’দিন আগে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে এক পুলিশকর্মীর৷ সেই ঘটনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দুষ্কৃতীদের চরম শাস্তির ঘোষণা করে ছিলেন৷ কিন্তু এবার অশান্তির আগুন পেঁৗছাল স্বয়ং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাংলোর নিকটেই৷ থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা৷ তাদের রুখতে গুলি চালাতে

ইম্ফল, ২ নভেম্বর– একের পর এক ঘটনায় অশান্তি বেড়েই চলেছে মণিপুরে৷ দু’দিন আগে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে এক পুলিশকর্মীর৷ সেই ঘটনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দুষ্কৃতীদের চরম শাস্তির ঘোষণা করে ছিলেন৷ কিন্তু এবার অশান্তির আগুন পেঁৗছাল স্বয়ং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাংলোর নিকটেই৷
থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা৷ তাদের রুখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ৷ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ পুলিশ জানিয়েছে, অস্ত্র লুটের চেষ্টায় দুষ্কৃতীরা রাজভবনের কাছে ১ নং মণিপুর রাইফেল কমপ্লেক্সে হামলা চালায়৷ অস্ত্র লুটের চেষ্টাতেই ওই হামলা হয়৷ দুষ্কৃতীদের রুখতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ৷ উল্লেখ্য, পুলিশকর্মীর হত্যার ঘটনার পর ইম্ফলে কারফিউ লাগু করেছিল প্রশাসন৷ তার মধ্যেই মুখ্যমন্ত্রীর বাংলোর কাছে এই হামলায় মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে৷
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মণিপুরের সীমান্তবর্তী মোরেহ শহরে আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মী৷ মৃত চিংথাম আনন্দ মোরেহর সাব ডিভিশনাল অফিসার পদে কর্মরত ছিলেন৷ এদিন চিংথাম শহরের উত্তরাঞ্চলে নির্মীয়মাণ হেলিপ্যাড পরিদর্শনে গিয়েছিলেন৷ সেই সময় তাঁর উপর হামলা করে আততায়ীরা৷ গুলি করে করা হয় তাঁকে৷ আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃতু্য হয়৷ দুষ্কৃতীদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷