• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

আচমকাই মৃত্যু ঝাঁপিয়ে পড়ল বাঘ ববির ওপর 

মুম্বই: বর্তমানে ছবির কাজ শেষ৷ ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে ববি দেওলের ‘অ্যানিমল’৷ রণবীর কাপুরের ছবিতে এবার এক বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ অ্যানিম্যাল প্রসঙ্গ উঠতেই ববি শেয়ার করেন তাঁর এমন এক অভিজ্ঞতার কথা যা ভোলার নয়৷  একবার এক ছবির শুট করতে গিয়ে বাঘের মুখ থেকে বাঁচতে হয়েছিল তাঁকে৷ ছবির নাম বরসাত৷ ১৯৯৫ সালে এই

মুম্বই: বর্তমানে ছবির কাজ শেষ৷ ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে ববি দেওলের ‘অ্যানিমল’৷ রণবীর কাপুরের ছবিতে এবার এক বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে৷
অ্যানিম্যাল প্রসঙ্গ উঠতেই ববি শেয়ার করেন তাঁর এমন এক অভিজ্ঞতার কথা যা ভোলার নয়৷  একবার এক ছবির শুট করতে গিয়ে বাঘের মুখ থেকে বাঁচতে হয়েছিল তাঁকে৷ ছবির নাম বরসাত৷ ১৯৯৫ সালে এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি৷ সেই ছবির শুটিং সেটেই ভয়ানক অভিজ্ঞতা হয় অভিনেতার৷
এক ফাইটের দৃশ্যে আসল বাঘ আনা হয়েছিল৷ সামনেই ছিলেন ট্রেনাররা৷ যাতে বাঘটি দৌডে় ববি দেওলের কাছে ঝাঁপিয়ে যায়, ভাল শট আসে, সেই কারমেই নাকি তাঁর কাঁধের কাছে একটি মাংসের টুকরো রাখা হয়৷ যা খাবলে তুলে নেওয়ার দৃশ্যই শুট করার কথা ছিল৷ তবে বাঘটি এতটাই উত্তেজিত হয়ে পডে় যে সেকেন্ডে মধ্যে ববি দেওলরে গায়ে ঝাঁপিয়ে পডে়৷ সামান্য ইঞ্চি দূরে ছিল তার নখ৷ ববি দেওলের কথায়, ‘আমরা ইতালিতে শুট করছিলাম৷ আমরা শুনেছিলাম, সেখানে এমন একজন রয়েছে, যাঁর কাছে ট্রেনিং দেওয়া বাঘ রয়েছে৷ তাঁর একটি ছোট্ট চিরিয়াখানাও রয়েছে৷ তবে সেই অভিজ্ঞতা ভয়ানক৷ ববি আরও বলেন, তাকে আমায় হাত দিয়েই থামাতে হত৷ তার থাবা ভীষণ ভারী৷ আমার মুখের সামনে চলে এসেছিল তার মুখ৷ তবে সেই মুহূর্তে আমি পরিস্থিতির কথা না ভেবে কেবল শটটা ভাল করে দেওয়ার চেষ্টা করেছিলাম৷’