এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেকথা আগেই জানায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষার্থীরা মোবাইল বা কোনও ইলেক্ট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। পাশাপাশি আরএফআইডি-র মাধ্যমেও নজরদারি চালানো হবে।
১৬ ফেব্রুয়ারি থেকে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। কবে কোন কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, তার বিস্তারিত রুটিন ইতিমধ্যেই দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ৩ টে ১৫ মিনিটে।
২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১১টা ৪৫ থেকে দুপুর ৩ টে পর্যন্ত এই হবে পরীক্ষা হবে ।