• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নানা সম্প্রদায়ে অশান্তি ঝড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, মামলা রাহুল-বিজয়নের

তিরুবন্তপুরম, ৩১ নভেম্বর– কেরলের ধারাবাহিক বিস্ফোরণ নিয়ে বিতর্কিত পোস্ট করার অভিযোগে কেন্দ্রীয় আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে রাহুল করলেন গান্ধি ও পিনারাই বিজয়ন৷ যৌথভাবে দায়ের এই মামলায় তাদের অভিযোগ, মন্ত্রীর পোস্ট থেকে নানা সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়িয়েছে৷ তবে শুধু রাহুল-বিজয়ন নন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কেরল পুলিশও আলাদা করে এফআইআর দায়ের করেছে৷ প্রসঙ্গত, গত রবিবার একটি

তিরুবন্তপুরম, ৩১ নভেম্বর– কেরলের ধারাবাহিক বিস্ফোরণ নিয়ে বিতর্কিত পোস্ট করার অভিযোগে কেন্দ্রীয় আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে রাহুল করলেন গান্ধি ও পিনারাই বিজয়ন৷ যৌথভাবে দায়ের এই মামলায় তাদের অভিযোগ, মন্ত্রীর পোস্ট থেকে নানা সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়িয়েছে৷ তবে শুধু রাহুল-বিজয়ন নন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কেরল পুলিশও আলাদা করে এফআইআর দায়ের করেছে৷ প্রসঙ্গত, গত রবিবার একটি প্রার্থনাস্থলে ধারাবাহিক বিস্ফোরণে তিনজনের মৃতু্য হয়েছে৷ এই বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসতেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সোশাল মিডিয়ায় বাগযুদ্ধে জড়িয়ে পড়েন চন্দ্রশেখর৷ কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, নির্লজ্জভাবে তোষণের রাজনীতি করে চলেছেন কেরলের বাম মুখ্যমন্ত্রী৷ এই মন্তব্যের পালটা দিতে গিয়ে চন্দ্রশেখরকে বিষ বলে কটাক্ষ করেন বিজয়ন৷ টুইট যুদ্ধ বেঁধে যায় দুই নেতার মধ্যে৷ তার জেরে নানা গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়েছে বলে মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বিজয়ন ও রাহুল গান্ধি৷
অন্যদিকে, কেরল পুলিশও আলাদা করে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে৷ রাজ্যের পুলিশ আইনের দুই ধারায় অভিযোগ দায়ের হয়েছে চন্দ্রশেখরের বিরুদ্ধে৷ অশান্তিতে উসকানি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা ভঙ্গের ধারা যোগ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে৷প্রসঙ্গত, কেরলের এর্নাকুলমে প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণের দিনই দুজনের মৃতু্য হয়েছিল৷ সোমবার ওই ঘটনায় গুরুতর জখম ১২ বছরের কিশোরীর মৃতু্য হয়৷ আহতের সংখ্যা অন্তত ৫০৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ২০ সদস্যের দল ঘটনার তদন্তে নেমেছে৷ সোমবার নাশকতার ঘটনায় তিরুবন্তপুরমে সর্বদলীয় বৈঠকও ডাকেন বিজয়ন৷
————–
মমতার প্রকল্পের কার্বন কপি গেহলত-রাজ্যে, তেইশের নির্বাচনে কংগ্রেসের ট্রাম্প কার্ড
কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্ব পেয়ে একের পর এক নতুন উদ্ভাবনী প্রকল্প নিয়ে এসেছেন৷ এই প্রকল্পগুলি শুধু ভারতে নয় প্রসংসা কুড়িয়েছে বিশ্বেও৷ কন্যাশ্রী প্রকল্প পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি৷ বাংলার মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার তো গোটা দেশে বিপ্লব৷
এবার বাংলার পথ অনুসরণ করেই এগোনোর পথে অশোক গেহলতের সরকার৷ তবে বাংলার প্রকল্প অনুসরণ করলেও নামে অনীহা তাঁর৷ বাকিটা কার্বন কপি৷ আর সেই প্রকল্পই তেইশের নির্বাচনে কংগ্রেসের ট্রাম্প কার্ড৷ প্রবীণ রাজনীতিক অশোক গেহলত জানেন রাজস্থানে পাথর, মার্বেল, সিমেন্ট, কাপড়, চামড়ার ব্যবসার মাঝে সর্বস্তরের মানুষকে ছুঁতে গেলে সরাসরি অ্যাকাউন্টে টাকা দিতে হবে৷ দ্রুত আর্থিক সুবিধা দিতে হবে৷ এক শ্রেণির মানুষ এখনও সরকারের কাছে বহু কিছু আশা করে, কিন্ত্ত পায় ছিটেফোঁটা৷ এখানেই তিনি চোখ বুজে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী৷
গেহলত যে প্রকল্পগুলি গ্রহণ করেছেন সেগুলি হল- ১) চিরঞ্জীব প্রকল্প৷ চিকিৎসার জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা৷ রেশন কার্ড বা আধার কার্ড থাকলেই কার্ড তৈরি৷ ২) চিরঞ্জীব অ্যাক্সিডেন্ট কার্ড৷ দুর্ঘটনায় চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা৷ দুটি প্রকল্পেরই সুবিধা মিলবে সরকারি-বেসরকারি উভয় হাসপাতালে৷ ৩) স্কুলে ভালো ফল করলেই ল্যাপটপ৷ এমনকী, শীর্ষস্থানাধিকারীদের দেওয়া হচ্ছে স্কুটিও৷ ৪) নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দেওয়া হচ্ছে মোবাইল৷ ৫) বিধবা পেনশন এক লপ্তে বাড়িয়ে মাসে ১ হাজার টাকা৷ ৬) যারা বিশেষভাবে সক্ষম তাদের মাসে এককালীন ১ হাজার টাকা অনুদান৷ ৭) হাসপাতালে ওষুধ মিলছে বিনামূল্যে৷ ৮) কৃষকদের ২ লক্ষ টাকা কৃষিঋণ মাফ৷ ৯) সরকারি স্কুলে পোশাক, জুতো, বই-খাতা দেওয়া হচ্ছে বিনামূল্যে৷ ১০) বাসের টিকিটে মহিলাদের ৫০ শতাংশ কনসেশন৷ ১১) কৃষকদের বিমামূল্যে বীজ বিতরণ ও চাষের জমিতে তারের বেড়া দিতে এককালীন ৪০ হাজার টাকা৷ ১২) পশুপালনেও এককালীন ৪০ হাজার টাকা৷
গেহলতের এই প্রকল্পগুলি জানার পরই নানান মহলে শুরু হয়েছে মমতা সরকারের সঙ্গে এই সাদৃশ্যের আলোচনা৷