দিল্লি:- আরও একটি বিপ্লব ঘটতে চলেছে ভারতীয় রেলে। বন্দে ভারতের পর এবার বন্দে সাধারণ এক্সপ্রেস! তবে এবারের বন্দে সাধারণ এক্সপ্রেস চলবে সাধারন মানুষদের জন্যে। অতিরিক্ত ভাড়ার কারণে অনেক সময় দেশের সেমি বুলেট ট্রেনে চড়তে পারেন সাধারণ মানুষ। তবে জানা গিয়েছে, বন্দেভারত সাধারণ এক্সপ্রেসের ভাড়া হবে খুবই সস্তা। তবে এসির ব্যবস্থা নেই এই ট্রেনে। এই বছরের শেষেই বন্দে সাধারণ এক্সপ্রেস যাত্রা শুরু করবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে বন্দে ভারত সাধারণ এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হয়েছে। আর তা মুম্বই পৌঁছে গিয়েছে। পরীক্ষার জন্য মাজগাঁওয়ের ওয়াদিবন্দর রেলওয়ে ইয়ার্ডে রাখা রয়েছে বন্দে ভারত সাধারণ ট্রেনটিকে। সূত্রের খবর, রেলের এক আধিকারিক জানিয়েছেন, ওয়াদিবন্দর রেলওয়ে ইয়ার্ডের আধিকারিকরা ট্রেনটিকে পরীক্ষা করেছে। আগামী কয়েক দফায় ট্রেনটিকে ট্রায়াল রান করানো হবে বলে জানাচ্ছেন ওই আধিকারিক। সূত্রের খবর, জানা গিয়েছে, বন্দে ভারত সাধারণ ট্রেনটিকে প্রাথমিক ভাবে দেশের পাঁচটি রুটে চালানো হবে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নামও। রেল সূত্রে জানা গিয়েছে, এই পাঁচটি রুট হল পাটনা-নয়াদিল্লি, হাওড়া-নয়াদিল্লি, হায়দরাবাদ-নয়াদিল্লি, মুম্বই-নয়াদিল্লি এবং এর্নাকুলাম-গুয়াহাটি। খুব শীঘ্রই হাওড়াতেও একটি বন্দে ভারত সাধারণের রেক আসতে পারে বলে সূত্রে খবর। তবে ঠিক কবে আসবে তা এখনও নিশ্চিত নন রেল আধিকারিকরা। সূত্রের খবর, চেন্নাই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে বন্দে সাধারণ ভারত ট্রেনটি তৈরি করা হয়েছে। তবে লোকোমোটিভ অর্থাৎ ট্রেনের ইঞ্জিন তৈরি হয়েছে বাংলার চিত্তরঞ্জন রেলইয়ার্ডে। জানা গিয়েছে, রেলের এক আধিকারিক জানিয়েছেন, নন এসি এই প্রিমিয়াম ট্রেনে ২২ টি কোচ রয়েছে। যার মধ্যে ১২টি স্লিপার ক্লাস কোচ এবং আট জেনারেল কোচ এবং দুটি গার্ড কোচ থাকবে। ট্রেনে দুদিকেই ইলেকট্রিক ইঞ্জিন লাগানো থাকবে। দুপাশে থাকা ইঞ্জিন সহ পুশ-পুল প্রযুক্তি এই ট্রেনে যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক হবে। এই ট্রেনে প্রায় ১৮০০ যাত্রী সফর করতে পারবে। জানা গিয়েছে, ঘন্টায় ১৩০ কিমি গতিতে ছুটবে এই ট্রেন।