• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গাজায় মুখোমুখি সমরে ইজরায়েল-হামাস

ফের রাষ্ট্রপুঞ্জের যুদ্ধবিরতির বার্তায় কানই দিল নল ইজরায়েল৷ বরং বার্তার পর যুদ্ধের ঝাঁজ বাড়িয়ে ইজরায়েল রবিবার রাতে গাজ়ায় প্রবেশ করে৷ বিরাট সংক্ষক স্থলবাহিনী নিয়ে ইজরায়েল-হামাস সামনে দাড়িয়ে৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-র মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, গত কাল হামাসের সাডে় চারশো ঘাঁটিতে হামলা চালিয়েছে তাঁদের যুদ্ধবিমান৷ এক দিকে স্থল-অভিযান চলছে৷ অন্য দিকে, একনাগাডে় বিমান হানা৷ মিনিটে

ফের রাষ্ট্রপুঞ্জের যুদ্ধবিরতির বার্তায় কানই দিল নল ইজরায়েল৷ বরং বার্তার পর যুদ্ধের ঝাঁজ বাড়িয়ে ইজরায়েল রবিবার রাতে গাজ়ায় প্রবেশ করে৷ বিরাট সংক্ষক স্থলবাহিনী নিয়ে ইজরায়েল-হামাস সামনে দাড়িয়ে৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-র মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, গত কাল হামাসের সাডে় চারশো ঘাঁটিতে হামলা চালিয়েছে তাঁদের যুদ্ধবিমান৷
এক দিকে স্থল-অভিযান চলছে৷ অন্য দিকে, একনাগাডে় বিমান হানা৷ মিনিটে মিনিটে বিস্ফোরণে কেঁপে উঠছে গাজ়ার বিভিন্ন প্রান্ত৷
হাগারি কালই জানিয়েছিলেন, গাজার উত্তর অংশে ছডি়য়ে পডে়ছে ইজরায়েলি বাহিনী৷ বাসিন্দাদের বলা হচ্ছে, প্রাণ বাঁচাতে হলে দক্ষিণের দিকে চলে যেতে৷ আজ উত্তর গাজ়ার আল-কুয়াদ হাসপাতালও ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইজ়রায়েল৷ এই নির্দেশে স্তম্ভিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস৷ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘একটা হাসপাতাল, তাতে রোগী উপচে পড়ছে৷ এ অবস্থায় কী ভাবে তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা সম্ভব!’ ইজরায়েলি বাহিনী এর কোনও জবাব দেয়নি৷
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সোমবার বলেন, ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়া উচিত৷ বন্দিদের মুক্তি দেওয়া উচিত৷ কিন্ত্ত তা না করে, ইজ়রায়েল আরও তীব্র গতিতে হামলা শুরু করেছে৷’ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আইডিএফ জানিয়েছে, উত্তর গাজায় স্থল-অভিযান চলছে৷ সেখানে হামাসের বন্দুকবাজদের মুখোমুখি হয়েছিল তারা৷ দু’পক্ষের গুলি বিনিময় চলে৷ শেষে সেনার গুলিতে তারা প্রাণ হারায়৷ টেলিগ্রাম পোস্টে আইডিএফ লিখেছে, ‘ইজরায়েলি সেনাবাহিনীকে নিশানা করে যে সন্ত্রাসবাদীরা গুলি চালিয়েছিল, তাদের হত্যা করা হয়েছে৷ এ ছাড়া গাজ়া স্ট্রিপে জিকিম এলাকার কাছে উপকূলবর্তী অঞ্চলে যে সন্ত্রাসবাদীদের চিহ্নিত করা হয়েছিল, তাদেরও শেষ করা হয়েছে৷’ হামাসের ইজেদিন আল-কাসাম ব্রিগেড-ও টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, উত্তর গাজার বেট লাহিয়ার কাছে ইজরায়েলের সঙ্গে তাদের সংঘর্ষ চলেছে৷ হামাসের দাবি, ইজরায়েলি সেনাদের হত্যা করেছে তারা৷
ইজরায়েলের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, তাদের দেশের কমপক্ষে ২৪০ জন গাজায় হামাসের কোনও গোপন ডেরায় বন্দি রয়েছেন৷