• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আকাশে বিমান ভেঙে পড়ল গভীর জঙ্গলে, মৃত সদ্যোজাত সহ অন্তত ১২

আমাজন, ৩০ অক্টোবর– আমাজনের জঙ্গলে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ গতকাল ব্রাজিলে এই দুর্ঘটনাটি ঘটে৷ মাঝ আকাশে বিমানে বিভ্রাট দেখা দেয়৷ এরপরই সেই বিমানটি ভেঙে পডে় আমাজনের গভীর জঙ্গলে৷ বিমানে যত জন যাত্রী ছিলেন, সবারই মৃতু্য হয় সেই দুর্ঘটনায়৷ জানা গিয়েছে, বিমানটিতে এক সদ্যোজাত শিশু সহ মোট ১২ জন ছিলেন৷ এদিকে ঘটনার বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে৷

আমাজন, ৩০ অক্টোবর– আমাজনের জঙ্গলে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ গতকাল ব্রাজিলে এই দুর্ঘটনাটি ঘটে৷ মাঝ আকাশে বিমানে বিভ্রাট দেখা দেয়৷ এরপরই সেই বিমানটি ভেঙে পডে় আমাজনের গভীর জঙ্গলে৷ বিমানে যত জন যাত্রী ছিলেন, সবারই মৃতু্য হয় সেই দুর্ঘটনায়৷ জানা গিয়েছে, বিমানটিতে এক সদ্যোজাত শিশু সহ মোট ১২ জন ছিলেন৷ এদিকে ঘটনার বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, বিমানটি জঙ্গলে ভেঙে পড়তেই আগুন ধরে যায় তাতে৷ সেই আগুন ছডি়য়ে পডে় জঙ্গলেও৷ রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলের একর প্রদেশের রিও ব্রাঙ্কো বিমানবন্দর থেকে ছোট্ট বিমানটি উডে় গিয়েছিল৷ আমাজন প্রদেশের এনভিরা শহরে যাচ্ছিল সেই বিমানটি৷ জানা গিয়েছে, বিমানে ওঠা সব যাত্রীই ছিলেন এনভিরার বাসিন্দা৷ আমাজন প্রদেশে সেই অর্থে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা না থাকায় তারা একর প্রদেশে এসেছিলেন৷ চিকিৎসা করিয়ে নিজেদের বাডি় ফিরছিলেন তারা৷ আর ফিরতি পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পডে় তারা৷ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম ব্রাজিলে৷ ব্রাজিলের সঙ্গে পেরু ও বলিভিয়া সীমান্তের কাছে প্রত্যন্ত জঙ্গলে ভেঙে পডে় বিমানটি৷ রিপোর্ট অনুযায়ী, সেই বিমানে দুই পাইলট, ছয় পুরুষ, তিন মহিলা এবং এক শিশু ছিল৷ সেই বিমানটি স্থানীয় এক সংস্থার ছিল৷ ‘এআরটি ট্যাক্সি অ্যায়রে’ নামক সেই উড়ান সংস্থা বা স্থানীয় প্রশাসন অবশ্য এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে কিছু বলতে পারেনি৷
এর আগে গত ১৭ সেপ্টেম্বরে ব্রাজিলে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল৷ সেই দুর্ঘটনাতেও দুই পাইলট সহ ১৪ জনের মৃতু্য হয়েছিল৷ সেই দুর্ঘটনায় ব্রাজিলের নাগরিকের পাশাপাশি মার্কিন নাগরিকদেরও মৃতু্য হয়েছিল৷ আমাজন প্রদেশের রাজধানীর থেকে ৪০০ কিমি দূরে বার্সিলোস অঞ্চলে সেই দুর্ঘটনাটি ঘটেছিল৷ সেই দুর্ঘটনাটি অবশ্য খারাপ আবহাওয়ার কারণে ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে৷