দিল্লি, ৩০ অক্টোবর– বিরোধীদের খোঁচা তাদের ‘ইন্ডিয়া’ জোট তৈরি হওয়ার পরই দেশের নাম বদলে উঠে-পড়ে লেগেছেন প্রধনামন্ত্রী তথা শাসকদল৷ তারপর থেকেই বিভিন্ন সরকারি অনুষ্ঠানে দেশের নাম ‘ইন্ডিয়া’-র বদলে লেখা শুরু হয়েছে ‘ভারত’৷ এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক৷
যদিও আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করে ইন্ডিয়া থেকে ভারত করা হয়নি এখনও৷ কিন্তু এই পরিস্থিতিতে ‘ভারত’ কে মান্যতা দিয়ে ফেলল গুগল৷ গুগল ম্যাপে আগে ‘ইন্ডিয়া’ লেখা হলে দেখা যেত এ দেশের মানচিত্র৷ কিন্তু এখন ভারত সার্চ করলে পাওয়া যাচ্ছে এ দেশের মানচিত্র৷ দেশের পতাকার ‘ডিজিটাল কোড’ সহ তা ফুটে উঠছে মোবাইল স্ক্রিনে৷ এখন গুগল ম্যাপে ‘ভারত’ বা ‘ইন্ডিয়া’ যাই লেখা হোক না কেন সেখানে দেখা যাচ্ছে ভারতীয় মানচিত্র৷ অর্থাৎ গুগল ম্যাপ ইন্ডিয়া ও ভারত উভয়কেই দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷
হিন্দিতে ভারত লেখা হোক, বা ইংরেজিতে ‘ইন্ডিয়া’, একই মানচিত্র দেখাচ্ছে গুগল ম্যাপ৷ শুধুমাত্র গুগল ম্যাপে নয়, প্রযুক্তি সংস্থার অন্য প্ল্যাটফর্মেও যদি ইন্ডিয়া এবং ভারত লেখা হয়, তাহলেও ফলাফলগুলি ঠিক একইরকম হবে৷ কোনও ব্যবহারকারী যদি গুগল সার্চ, গুগল ট্রান্সলেটর, গুগল নিউজের মতো অ্যাপে ইন্ডিয়া বা ভারত লেখেন, সেখানেও একই ফলাফল পাওয়া যাচ্ছে৷ একইসঙ্গে হিন্দিতে ইন্ডিয়ার অনুবাদ করতে দিলে, গুগল তা হিন্দুস্তান এবং ভারতবর্ষ বলে দেখাচ্ছে৷ তবে এব্যাপারে গুগলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি৷ কেন্দ্রীয় সরকার এখন ধীরে ধীরে সরকারি যোগাযোগের ক্ষেত্রে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ ব্যবহার করতে শুরু করেছে৷ কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেল মন্ত্রকের তরফে ‘ইন্ডিয়া’ বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এরই সঙ্গে রেলের সমস্ত রকম কাজের ক্ষেত্রে ভারত ব্যবহার করার কথা বলা হয়েছে৷
উল্লেখ্য সম্প্রতি দেশে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেমপ্লেটে ইন্ডিয়ার বদলে ‘ভারত’ ব্যবহার করা হয়৷ রাষ্ট্রপতি তাঁর আমন্ত্রণপত্রেও ভারত নামটিই ব্যবহার করেন৷