ভারত:- বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচ জিতে আছে টিম ইন্ডিয়া। রবিবার লখনউতে ভারতীয় দল খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচের আগে একটা সুখবর রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। টিম ইন্ডিয়া ঋষভ পন্থের প্রত্যাবর্তনের দিনক্ষণ অনেকটাই চূড়ান্ত হয়ে গেল। সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই ফের ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে ঋষভ পন্থকে। সূত্রের খবর, জানা গিয়েছে, একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের তথ্য অনুসারে, আগের থেকে অনেকটাই ফিট হয়ে গিয়েছেন ঋষভ পন্থ। ইতিমধ্যেই বেশ কিছু প্র্যাক্টিস ম্যাচেও তাঁকে ব্যাট হাতে দেখা গিয়েছে। এবার ঘরোয়া ক্রিকেটেও মাঠে নামবেন। কিন্তু জাতীয় দলে কবে ফিরবেন তিনি? গতকাল সকালে বড় আপডেট পাওয়া গেল বিসিসিআইয়ের পক্ষ থেকে। জানা গিয়েছিল, একটা দুর্ঘটনা বদলে দিয়েছে পন্থের কেরিয়ার। সব কিছু স্বাভাবিক থাকলে বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে এখন দেখা যেত পন্থকে। তি্নিই হতে পারতেন টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা। ১১ জানুয়ারি থেকে মোহালিতে শুরু হওয়া আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটাতে পারেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ রয়েছে। তার পর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। এই দুটি সিরিজেও পন্থকে দেখা যাবে না। জানা গিয়েছে, প্রোটিয়া সফরে সেখানে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে দলটির। আফগানদের বিরুদ্ধে ঘরের মাঠেই প্রায় ১ বছর পর জাতীয় দলের ফিরতে পারেন পন্থ। একই মাসে ইংল্যান্ডের ভারত সফর শুরু হবে ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট দিয়ে। তবে জাতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষায় উত্তীর্ণ হত হবে উত্তরাখণ্ডের তরুণ তুর্কিকে। সূত্রের খবর, বিসিসিআইয়ের এক কর্তা সংশ্লিষ্ট ওয়েবসাইটিকে বলেছেন, ঋষভের দলে ফিরতে এখনও কিছুটা সময় লাগবে। নেটে ব্যাট করতে দেখে ভাল লাগছে। তবে তার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে আফগানিস্তানের বিরুদ্ধে প্রত্যাবর্তন সম্ভব হতে পারে। কিন্তু আবার, এটা এখনও নিশ্চিত নয়। গত বছরের শেষের দিকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়াল পর অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। দীর্ঘদিন ধরেই তিনি মাঠে ফেরার লড়াইও চালাচ্ছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জোরকজমে চলছে তাঁর রিহ্যাব। এই বছরে আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল, এশিয়া কাপ, বিশ্বকাপ সহ সব টুর্নামেন্টেই মাঠের বাইরে থাকতে হয়েছে পন্থকে।