উত্তরপ্রদেশ:- নারী কল্যাণে একাধিক সিদ্ধান্ত এবং প্রকল্পের উদ্যোগ নিয়েছে যোগী সরকার। তার মধ্যে একাধিক নারী কল্যাণমূলক প্রকল্পও রয়েছে। সূত্রের খবর, জানা গিয়েছে, ইতিমধ্যেই যোগী সরকার ঘোষণা করেছে যে রাজ্যের মহিলাদের পেনশনের পরিমান শীঘ্রই বাড়ানো হবে। তিনি বলেছেন রাজ্যের অর্ধেক অংশ নারীরাই। কাজেই তাঁদের উন্নয়নের কাজ না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সেকারণেই রাজ্য সরকার মহিলাদের উন্নয়নে একাধিক কাজ করতে চলেছেন। মহিলাদের পেনশন প্রকল্প নিয়েও একাধিক কাজ করেছেন তিনি। যোগী সরকার বার্তা দিয়েছেন যে শীঘ্রই পেনশনের পরিমাণ বাড়ানো হবে। জানা গিয়েছে, রাজ্যের নারী কল্যাণে একাধিক পরিকল্পনা করেছে মোদী সরকার। উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার হওয়ার কারণে অনেকটাই নারী কল্যাণের কাজ করতে পেরেছেন তিনি। রাজ্যের নারীদের কল্যাণে একাধিক প্রকল্প শুরু হয়েছে। সেই সব প্রকল্পের সুবিধা যাতে রাজ্যের নারীরা পান সেটা সুনিশ্চিত করতেও তৎপর হয়েছেন যোগী সরকার। নারী শক্তির উন্নয়ন না ঘটালে কোনও রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। এমনকী কোনও দেশের উন্নয়নও সম্ভব নয় বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। সেকারণে রাজ্যের নারী কল্যাণে একাধিক পরিকল্পনা করেছেন তিনি। নারী শক্তির উন্নয়নে শক্তি দিদি কর্মসূচি চলছে গোটা রাজ্যে তাতে রাজ্যের নারীদের কল্যাণে একাধিক প্রকল্প তৈরি করেছেন তিনি। সেগুলি সম্পর্কে রাজ্যের নারীদের সচেতন করা হচ্ছে এই শক্তিদিদি প্রকল্পের মাধ্যমে।