• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ডিজিটাল মিডিয়ায় বিপ্লব ঘটিয়েছে এবারের বিশ্বকাপ।

ভারত:- ইতিমধ্যেই গ্রুপ পর্বে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে নক আউট পর্ব এখনও বেশ কিছুটা দূরে আছে। কিন্তু এরইমধ্যে নতুন ইতিহাস তৈরি করে ফেলল এই একদিনের বিশ্বকাপ। মাঠে ক্রিকেটাররা প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড গড়ছেন আর মাঠের বাইরে নতুন নজির তৈরি করল আইসিসিও। রেডিওর যুগ আগেই অতীত হয়েছে, টিভিতে বিশ্বকাপ দেখার আগ্রহও কমেছে,

ভারত:- ইতিমধ্যেই গ্রুপ পর্বে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে নক আউট পর্ব এখনও বেশ কিছুটা দূরে আছে। কিন্তু এরইমধ্যে নতুন ইতিহাস তৈরি করে ফেলল এই একদিনের বিশ্বকাপ। মাঠে ক্রিকেটাররা প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড গড়ছেন আর মাঠের বাইরে নতুন নজির তৈরি করল আইসিসিও। রেডিওর যুগ আগেই অতীত হয়েছে, টিভিতে বিশ্বকাপ দেখার আগ্রহও কমেছে, মোবাইলের যুগে সবকিছুই এখন ডিজিটাল নির্ভর। ব্যাতিক্রম নয় বিশ্বকাপও। মাঝপথেই ডিজিটাল মিডিয়ায় বিপ্লব ঘটিয়েছে এবারের বিশ্বকাপ। সূত্রের খবর, টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ডিজিটাল মাধ্যমেই সবথেকে বেশি জোর দিয়েছিল আইসিসি। তাঁর প্রমাণও পাওয়া গেল হাতে না হাতে। জানা যাচ্ছে, পরিসংখ্যান বলছে বিশ্বকাপের মাঝপথেই সোশ্যাল সাইটে নতুন রেকর্ড গড়েছে আইসিসি। এই ডিজিটাল মাধ্যমের মধ্য দিয়েই রেকর্ড মানুষ যুক্ত হয়েছে বিশ্বকাপের সঙ্গে। ডিজিটাল মাধ্যমে এই বিশ্বকাপেই এখনও পর্যন্ত সব থেকে বেশি মানুষ দেখেছেন। এমনকি ফেসবুক(মেটা), ইনস্টাগ্রাম, এক্স, এই সাইটগুলিতেও রেকর্ড সংখ্যক ভিউয়ারশিপ হয়েছে। শুক্রবার একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে আইসিসির পক্ষ থেকে, যা রীতিমতো চমকে দিতে পারে। ১২ বছর পর ভারতের মাটিতে বসেছে একদিনের বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচে গ্ল্যারারি ফাঁকা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু দর্শক সংখ্যাও কম নয়। এমনকি অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে এই বছরের বিশ্বকাপ। এই বিশ্বকাপে মোবাইলে হটস্টারের লাইট স্টিমিং হচ্ছে। বিনামূল্যে দর্শকরা এই অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারছেন। ভারত পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপ ছিল ৩.৫ কোটি। অর্থাৎ হটস্টারের দর্শক সংখ্যার নিরিখে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দি‌য়েছে এই ম্যাচ।