• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্যারা এশিয়ান‌ গেমেসে এশিয়াডে রাইফেল শুটিংয়ে সোনা সিদ্ধার্থ বাবু।

ভারত:- ৫০ মিটার রাইফেল শুটিংয়ে এসএইচ ১ ইভেন্টে সোনা জিতলেন সিদ্ধার্থ বাবু। ফাইনালে ২৪৭.৭ পয়েন্ট সংগ্রহ করে সোনা জেতেন বিশেষভাবে সক্ষম ভারতীয় এই প্যারা শুটার।সেই সঙ্গে প্যারা এশিয়ান গেমসে নতুন রেকর্ডও গড়ে ফেললেন সিদ্ধার্থ। এই নিয়ে ১৬টি সোনা জিতল ভারত। এশিয়ান গেমসে রেকর্ড সংখ্যক পদক জিতেছিল ভারতীয় শুটিং দল। সূত্রের খবর,  শুটিংয়ে মোট ২২ পদকের

ভারত:- ৫০ মিটার রাইফেল শুটিংয়ে এসএইচ ১ ইভেন্টে সোনা জিতলেন সিদ্ধার্থ বাবু। ফাইনালে ২৪৭.৭ পয়েন্ট সংগ্রহ করে সোনা জেতেন বিশেষভাবে সক্ষম ভারতীয় এই প্যারা শুটার।সেই সঙ্গে প্যারা এশিয়ান গেমসে নতুন রেকর্ডও গড়ে ফেললেন সিদ্ধার্থ। এই নিয়ে ১৬টি সোনা জিতল ভারত। এশিয়ান গেমসে রেকর্ড সংখ্যক পদক জিতেছিল ভারতীয় শুটিং দল। সূত্রের খবর,  শুটিংয়ে মোট ২২ পদকের মধ্যে আছে ৭টা সোনা, ৯টা রুপো, ৬টা ব্রোঞ্জ। সেই ‌ধারা বজায় থাকছে প্যারা এশিয়ান গেমেসও। ৫০ মিটারের মিক্সড ইভেন্টে শুধুই সোনাই জিতলেন না, একইসঙ্গে এই প্রতিযোগিতায় নতুন রেকর্ডও সৃষ্টি করলেন ভারতীয় এই শুটার। তবে একই ইভেন্টে অষ্টম স্থানে শেষ করলেন ভারতের আরও এক শুটার অবনী লেখিরা। জানা গিয়েছে, শুটিংয়ে সোনা জিতলেও সিদ্ধার্থের প্রথম খেলা ছিল ক্যারাটে। কেরালার তিরুবনন্তপুরমের জন্ম নেওয়া সিদ্ধার্থের জীবনে বদল ঘটে ১৯ বছর বয়সে। একটি দুর্ঘটনার জেরে বিশেষভাবে সক্ষম হয়ে পড়েন সিদ্বার্থ। তারপর ক্যারাটে ছেড়ে হাতে রাইফেল তুলে নেন, ২০১৮ সালে জাতীয় স্তরে একাধিক রেকর্ড গড়ার পর আন্তর্জাতিক ইভেন্টেও সাফল্য পান। জানা গিয়েছে, ২০১৯ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেন। প্যারা এশিয়াডের মঞ্চে দেশকে সোনা এলে দিলেন। এরআগে প্যারা অ্যাথলেটিক্স নারায়ণ ঠাকুর ,পুরুষদের ১০০ মিটার টি ৩৫ দৌড়ে ,ব্রোঞ্জ পদক জয় করেন ১৪.৩৭ সেকেন্ড সময় নিয়ে । এই নিয়ে নারায়ণ ঠাকুর দ্বিতীয় পদক জিতলেন এই প্রতিযোগিতায়। শুধু অ্যাথলেটিক্স নয় ব্যাডমিন্টনেও উজ্জ্বল ভারতীয় খেলোয়াড়রা। ব্যাডমিন্টন সিঙ্গলসের এসএল ফোর ইভেন্টে সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ জিতলেন ভারতের সুকান্ত কদম। সেমিফাইনালে মালয়েশিয়ার মহম্মদ আমিনের কাছে ০-২ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল বিশেষভাবে সক্ষম ভারতীয় এই শাটলারকে। এরআগে ব্রোঞ্জ পদক জিতেছেন বৈষ্ণবী পুনিয়ানি।