লখনউ, ১৮ অক্টোবর– বিপদ বাড়ল অখিলেশের৷ কারণ তাঁর দলের অন্যতম নেতা আজম খান স্ত্রী পুত্র সহ জেল যাত্রায় গেলেন৷ যদিও এটা কোনও নতুন কথা নয় আজম খানের ক্ষেত্রে৷ বিগত বিশ-পঁচিশ বছরে অন্তত দশবার জেলে গিয়েছেন এই প্রবীণ সমাজবাদী নেতা৷
আজম খানের এই সাজা সমাজবাদী পার্টি, বিশেষ করে দলের সুপ্রিমো অখিলেশ যাদবের জন্য দুশ্চিন্তার কারণ হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ মুলায়ম সিং যাদবের সময় থেকেই আজম সমাজবাদী পার্টির ওজনদার এবং জনপ্রিয় নেতা৷ মুসলিমদের পাশাপাশি তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি’দের মধ্যে তাঁর প্রভাব রয়েছে৷ ওয়াকিবহাল মহলের মতে, আজম খান জেলে থাকার অর্থ সমাজবাদী পার্টির অন্দরে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়া৷
বুধবার উত্তর প্রদেশের রামগডে়র একটি আদালত তাঁকে সাত বছরের কারাবাসের সাজা দিয়েছে৷ স্ত্রী তাজিন ফতিমা এবং পুত্র আবদুল্লাহ আজমেরও একই সাজা হয়েছে৷ তিনজনই আদালতে হাজির ছিলেন রায় ঘোষণার সময়৷ আদালত থেকেই পুলিশ তিনজনকে জেলে নিয়ে যায়৷ আজম খান এতদিন অন্য একটি মামলায় জামিনে মুক্ত ছিলেন৷ তিনি ছিলেন রামগডে়র বিধায়ক৷ আগের মামলায় তাঁর দু বছরের বেশি কারাবাসের সাজা হওয়ায় বিধায়ক পদ চলে গিয়েছে৷ তিনি জেলা উচ্চ আদালতে রেহাই পেলেও হাইকোর্ট তাঁর সাজা বহাল রাখে৷ তবে সেই মামলায় আইনি লড়াই চলা পর্যন্ত জামিন পেয়েছিলেন তিনি৷ বুধবার ভিন্ন মামলায় জেলে যেতে হল৷
আজম খান জেলে থাকলে অখিলেশের কাকা তথা বিরোধী শিবির শিবপালের দাপট বেডে় যেতে পারে, আশঙ্কা অখিলেশ শিবিরের৷ তাতে লাভ আসলে বিজেপির৷ তাছাড়া লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর প্রদেশে কংগ্রেস মুসলিম-এসসি-এসটি-ওবিসি ভোট কাছে টানার লক্ষ্য নিয়ে এগোচ্ছে৷ এই সময় আজম খানকে বেশি প্রয়োজন সমাজবাদী পার্টির৷