• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মমতার পথে হেঁটে দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ঢালাও অনুদান অসম সরকারও

দিসপুর, ১৮ অক্টোবর– গত কয়েকবছর ধরে লাগাতার পুজোর অনুদান দিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকার৷ যা নিয়ে বিরোধী বিশেষ করে বিজেপি শিবিরে কম জল্পনা-কল্পনা হয়নি৷ পাড়ার ক্লাবগুলিকে তৃণমূল শিবির করতেই মমতার এই আয়োজন বলেও কটাক্ষ করেছেন বহু বিজেপি নেতা৷ কিন্তু এবার বিজেপি শাসিত অসমই মমতার পথে হেঁটে এবছর পুজোর উদ্যোক্তাদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল৷ তবে শুধু অসম

দিসপুর, ১৮ অক্টোবর– গত কয়েকবছর ধরে লাগাতার পুজোর অনুদান দিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকার৷ যা নিয়ে বিরোধী বিশেষ করে বিজেপি শিবিরে কম জল্পনা-কল্পনা হয়নি৷ পাড়ার ক্লাবগুলিকে তৃণমূল শিবির করতেই মমতার এই আয়োজন বলেও কটাক্ষ করেছেন বহু বিজেপি নেতা৷ কিন্তু এবার বিজেপি শাসিত অসমই মমতার পথে হেঁটে এবছর পুজোর উদ্যোক্তাদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল৷
তবে শুধু অসম নয় এবার বঙ্গ বিজেপির কাছেও অনেক আবেদন জমা পডে়ছে পুজোর আয়োজনে আর্থিক সাহায্য চেয়ে৷ প্রায় পাঁচশোর কাছাকাছি পুজোকে আর্থিকভাবে সাহায্য করছে বঙ্গ বিজেপিও৷ কাউকে ২০ হাজার টাকা, কাউকে ৮০ হাজার টাকা তো কাউকে আবার আরও বেশি অঙ্কের আর্থিক সাহায্য করা হচ্ছে৷
এবার এক-দুই নয় পুরো সাত হাজার পুজো আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করল পড়শি রাজ্য অসমেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সরকার৷ মঙ্গলবার অসমের মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেখানে ৬ হাজার ৯৫৩টি পুজো কমিটির প্রতিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে অসম সরকার৷
জানিয়ে রাখি, বাংলার মতো প্রতিবেশী রাজ্য অসমেও ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন হয়ে থাকে৷ সেই পুজোতেই এই আয়োজন হিমন্ত সরকারের৷ অবশ্য হিমন্ত সরকারের যুক্তি দুর্গাপুজোর মরশুমে পুজো কমিটিগুলি যাতে আমজনতার থেকে জোরজুলুম করে চাঁদা না নেয়, তা রুখতেই এই অনুদান৷ চাঁদা বিষয়ে অবশ্য আগেই ক্লাবগুলিকে সতর্ক করে দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী৷ বুঝিয়ে দিয়েছিলেন, পুজোর নামে জোর করে মানুষের থেকে চাঁদা আদায় করা মোটেই পছন্দ করছেন না তিনি৷
দিন দুয়েক আগেই সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, ‘অসম সরকার চাঁদা কালচারে সম্পূর্ণ বিরুদ্ধে৷ পুজো কমিটিগুলির কাছে আমার অনুরোধ, মানুষের থেকে যেন জোর করে টাকা নেওয়া না হয়৷ মানুষ নিজে থেকেই পুজোয় চাঁদা দেন৷ দুর্গাপুজোর চাঁদা তোলার নামে কেউ যেন পরিবেশকে খারাপ না করেন৷’
প্রসঙ্গত, বাংলাতেও এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কমিটিগুলির পুজোর অনুদান ৬০ হাজার টাকা থেকে বাডি়য়ে ৭০ হাজার টাকা করে দিয়েছেন৷