• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘অভিনেতা মানেই প্রশংসা নয়, গালাগালও’

কলকাতা: টলিউডের অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের আর পরিচয়ের দরকার নেই৷ যেকোন চরিত্রে তার অভিনয় ক্ষমতা তাকে চিনিয়ে দেয়৷ যেকোনো চরিত্রে তিনি  মানানসই, দর্শকদের পছন্দের একজন তিনি৷ গ্ল্যামার জগতের ভেতরে ও বাইরে তাঁকে নিয়ে বিতর্ক নেই বললেই চলে৷ কখনো ব্যোমকেশ, কখনো সোনাদা, কখনো আবার অন্য কোনো চরিত্রে পর্দায় তাকে দেখে মুগ্ধ সবাই৷ তবে এক জাত অভিনেতা যেমন

কলকাতা: টলিউডের অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের আর পরিচয়ের দরকার নেই৷ যেকোন চরিত্রে তার অভিনয় ক্ষমতা তাকে চিনিয়ে দেয়৷ যেকোনো চরিত্রে তিনি  মানানসই, দর্শকদের পছন্দের একজন তিনি৷ গ্ল্যামার জগতের ভেতরে ও বাইরে তাঁকে নিয়ে বিতর্ক নেই বললেই চলে৷ কখনো ব্যোমকেশ, কখনো সোনাদা, কখনো আবার অন্য কোনো চরিত্রে পর্দায় তাকে দেখে মুগ্ধ সবাই৷
তবে এক জাত অভিনেতা যেমন তার অভিনয়ে সবার মনে তারজন্য প্রেম অর্জন করে নেন তেমনই তিনি জনমানসের গালাগালিও কম খান না৷
যেমন ধরুন আবীরের ক্ষেত্রেই হয়৷ অনুরাগীরা মানতে না চাইলেও আবীর মনে করেন, তাঁকে পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা কম নয়৷ আবীর বলেন, ‘আমিও আগে ভাবতাম যে আমাকে অপছন্দ করে, এমন মানুষ বোধ হয় নেই৷ কিন্ত্ত এখন মনে হয়, তখন খুব বোকা ছিলাম বলেই এ রকম ভাবতাম৷’ সময় এবং তাঁর অভিজ্ঞতা যত বেডে়ছে, ততই সেই অপ্রিয় সত্যি উপলব্ধি করেছেন অভিনেতা৷ তিনি বলেন, ‘প্রচুর লোক আমায় গালাগাল করে৷ কিন্ত্ত সেটা ভেবে কী করব! আমাকে আমার কাজটা করে যেতে হবে৷এত মানুষ যে আমাকে ভালোবাসে, সেই দিকটাও তো দেখতে হবে৷’
তবে আবীর জানান, যুক্তিযুক্ত সমালোচনায় আপত্তি নেই তাঁর৷ কিন্ত্ত অহেতুক নেতিবাচকতা এডি়য়ে চলতে চান অভিনেতা৷ কাজ করে যেতে চান মন দিয়ে৷ আর চান নতুন নতুন চরিত্রে অভিনয় করে তাক লাগাতে৷ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে আবীরের ‘রক্তবীজ’৷ ১৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি৷ এতে আরো অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও ভিক্টর ব্যানার্জী৷ ইতিমধ্যে সিনেমাটির ট্রেলার বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে৷ আপাতত নিজের ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন আবীর৷