• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নভেম্বর মুক্তি পাচ্ছে না এমারজেন্সি!

মুম্বাই:- করোনা পরবর্তী সময়ে বহু বিগ বাজেটের সিনেমা ফ্লপ করে গেছে। সেই তালিকায় রয়েছে কঙ্গনার ধকড় ছবিটি। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের তুরুপের তাস এখন এমারজেন্সি সিনেমা। আর এই ছবির মুক্তিই পিছিয়ে দিলেন অভিনেত্রী। এই ছবিতে শুধু অভিনয়ই করেননি তিনি, পরিচালক-প্রযোজকও তিনি নিজেই। প্রচুর টাকা ঢেলেছেন ছবির পিছনে। কেন সিনেমা পিছনের সিদ্ধান্ত নিতে হল কঙ্গনাকে? সূত্রের খবর,

মুম্বাই:- করোনা পরবর্তী সময়ে বহু বিগ বাজেটের সিনেমা ফ্লপ করে গেছে। সেই তালিকায় রয়েছে কঙ্গনার ধকড় ছবিটি। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের তুরুপের তাস এখন এমারজেন্সি সিনেমা। আর এই ছবির মুক্তিই পিছিয়ে দিলেন অভিনেত্রী। এই ছবিতে শুধু অভিনয়ই করেননি তিনি, পরিচালক-প্রযোজকও তিনি নিজেই। প্রচুর টাকা ঢেলেছেন ছবির পিছনে। কেন সিনেমা পিছনের সিদ্ধান্ত নিতে হল কঙ্গনাকে? সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেল-এ কঙ্গনা রানাওয়াত লিখলেন, প্রিয় বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে। এমারজেন্সি হল শিল্পী হিসেবে আমার সারাজীবনের উপার্জিত অর্থ ও শিক্ষার ফসল। তাই এমারজেন্সি আমার জন্য শুধু একটা সিনেমা নয়, এটা আমার মূল্যের পরীক্ষা। ছবির টিজার ও অন্যান্য পোস্টগুলি আপনাদের সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছে। আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরা। আমি যেখানেই যাই আমাকে প্রশ্ন করা হয় এমারজেন্সির মুক্তির দিন নিয়ে।’ ‘আমরা এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর এমারজেন্সি মুক্তির ঘোষণা করেছেন। তবে সেই সময় একটার পর একটা সিনেমা মুক্তি নিয়ে তারিখ ব্লক থাকার কারণে আমরা এমারজেন্সির মুক্তি পিছিয়ে দিচ্ছি। ২০২৪ সালের প্রথোমার্ধে মুক্তি পাবে এই সিনেমা।’, লেখেন কঙ্গনা রানাওয়াত। এই বছরে মুক্তি পেয়েছিল এমারজেন্সির টিজার। যেখানে দেশের বিশৃঙ্খল অবস্থা দেখানো হয়। বিক্ষোভকারীরা রাস্তায় একটি হট্টগোল সৃষ্টি করেছে। যা জরুরি অবস্থা বলেই মনে করা হচ্ছে। এরপর আসে ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাওয়াতের ভয়েসওভার। সূত্রের খবর, কঙ্গনা এর আগেই জানিয়েছিলেন এমারজেন্সি তৈরি করার জন্য তিনি তাঁর সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছিলেন। ছবিটি লিখেছেন রীতেশ শাহ। আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপড়ে।