হায়দরাবাদ, ১৪ অক্টোবর – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা ‘গরবা’ গান। তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ধ্বনি ভানুশালী। প্রধানমন্ত্রীর লেখা গানকে নতুনভাবে প্রকাশ্যে এনেছেন তানিস্ক বাগচি এবং ধ্বনি। সামনেই নবরাত্রি। সেই উপলক্ষে মোদির সৃষ্টি মুক্তি পেল । নবরাত্রিতে মায়ের ‘আরাধনা’য় যে সঙ্গীত পরিবেশিত হয়, তাকেই গুজরাতিতে ‘গরবা’ বলা হয়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘ দিন পর তিনি আবার লেখালিখি শুরু করেছেন। খুব শীঘ্রই সে সব প্রকাশ্যে আনবেন তিনি।
শনিবার একটি ‘গরবা’ গানের ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী জানান, নবরাত্রি চলাকালীন তাঁর লেখা গান প্রকাশ্যে আসবে। তিনি নিজে যে গুজরাটের লোকগান লিখতেন তা তেমনভাবে কেউ জানতেন না। এবার তা প্রকাশ্যে এল। রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি, চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। এই ৯ দিন মোবাই নাচ-গানের মাধ্যমে গরবা পালন করে থাকেন। প্রধানমন্ত্রীর লেখা সেই গানেরই একটি ছোট্ট অংশ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে গায়িকা ধ্বনিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। কারণ ধ্বনির ওই মিউজ়িক ভিডিয়োর গীতিকার মোদি । সুর করেছেন তানিস্ক বাগচি। গায়িকা ধ্বনির প্রশংসা করে মোদি লিখেছেন, ‘‘ধ্বনি ও তানিস্ক , আপনাদের গোটা টিমকে শুভ কামনা এই গরবার জন্য। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম, সেটা আপনারা দারুণ ভাবে আপনারা উপস্থাপন করেছেন। বহু বছর আমি কিছু লিখিনি, কিন্তু গত কয়েক দিনে আমি নতুন একটা গরবা লিখেছি। নবরাত্রির সময় সকলের সঙ্গে ভাগ করে নেব।’’ স্বয়ং প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বসিত ধ্বনি। এক্স-এ তিনি লেখেন, ‘ প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি , আমি ও তানিস্ক বাগচি আপনার লেখা নিয়ে গরবা গান বানিয়েছি। ফ্রেশ রিদম, কম্পোজিশন ও ফ্লেভার রয়েছে এই গানে। আমাদের সাহায্য করুন এই গান সকলের সামনে আনার জন্য। ‘