• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হাত ধরলেন বিজেপি সহ-সভাপতি ও ২ প্রাক্তন মন্ত্রীর

পাঞ্জাবে জয় অনিশ্চিত বিজেপির! অমৃতসর, ১৪ অক্টোবর– লোকসভা ভোটের আগেই একের পর এক ভাঙনের মুখ দেখছে বিজেপি৷ যে পাঁচ রাজ্যে লোকসভা ভোট তারমধ্যে চার রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং ছত্তিশগড়ে বিজেপি জয়ের ব্যাপারে সন্দিহান৷ মুখে না বললেও এ রাজ্যগুলিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির বড় ও পরিচিত মুখ আনার সিদ্ধান্তেই তা প্রকাশ৷ কিন্তু তার আগেই বিভিন্ন রাজ্যে

পাঞ্জাবে জয় অনিশ্চিত বিজেপির!
অমৃতসর, ১৪ অক্টোবর– লোকসভা ভোটের আগেই একের পর এক ভাঙনের মুখ দেখছে বিজেপি৷ যে পাঁচ রাজ্যে লোকসভা ভোট তারমধ্যে চার রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং ছত্তিশগড়ে বিজেপি জয়ের ব্যাপারে সন্দিহান৷ মুখে না বললেও এ রাজ্যগুলিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির বড় ও পরিচিত মুখ আনার সিদ্ধান্তেই তা প্রকাশ৷ কিন্তু তার আগেই বিভিন্ন রাজ্যে বিজেপি হেভিওয়েটটের দলবদল বিজেপিকে ভোটের আগে বেশ অস্বস্তিতে ফেলছে তা বলার অপেক্ষা রাখে না৷
সবে রাজস্থানে গহলোত-পাইলট দ্বন্দ্ব মিটিয়ে একটু স্থিতিবস্তা ফিরিয়েছে কংগ্রেস৷ আর এর মাঝেই পাঞ্জাবে বড় দুঃসংবাদ৷ পাঞ্জাবে বিজেপিতে বড়সড় ভাঙন৷ বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন বিজেপির সহ-সভাপতি সহ একাধিক প্রাক্তন মন্ত্রী৷ শুধু বিজেপির ওই নেতারা নন তাদের  সঙ্গে শিরোমণি অকালি দলের একাধিক নেতাও যোগ দিয়েছেন কংগ্রেসে৷ শনিবার কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির সহ-সভাপতি রাজকুমার ভেরকা৷ দুই প্রাক্তন মন্ত্রী বলবীর সিংহ সিধু এবং গুরপ্রীত কাঙ্গের৷ দলবদলকারীদের বক্তব্য, গেরুয়া শিবিরে মোহভঙ্গ হওয়ায় শুক্রবারই তারা বিজেপি ছেড়েছেড়৷ আর শনিবারই যোগ দিলেন কংগ্রেসে৷
বিজেপির পাশাপাশি, শিরোমণি অকালি দল ছেডে়ও কংগ্রেসে শামিল হয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ নেতা৷ এই তালিকায় প্রাক্তন মন্ত্রী হংসরাজ জোশনের পাশাপাশি প্রাক্তন বিধায়ক জিৎ মহিন্দর সিং ও মহিন্দর সিং রিনওয়া রয়েছেন৷ কংগ্রেসে যোগদানকারীদের তালিকায় নাম রয়েছে মোহালির প্রাক্তন মেয়র অমরজিৎ সিংয়েরও৷
এঁদের মধ্যে রাজকুমার ভেরকা রাজ্য বিজেপির সহ-সভাপতি ছিলেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের ঘনিষ্ঠ রাজকুমার৷ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুনীল জাখরেরও অনুগামী তিনি৷ সুনীল জাখরের সঙ্গেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি৷ সুনীল হন বিজেপির সভাপতি আর রাজকুমার ভেরকা হন সহ-সভাপতি৷