দিল্লি, ১২ অক্টোবর– পুজো রামমন্দির উদ্বোধন করবেন জে পি নড্ডা৷ সেই উদ্দেশ্যে তিনি কলকাতা আসতে পারেন৷ অবাক হলেন তো! কোথায় রামমন্দির আর কোথায় কলকাতা? আর রামমন্দির উদ্বোধন মোদির করার কথা৷ আরে বাবা কথা হচ্ছে পুজোর কলকাতার৷ এখানে দূর্গা পুজোয় রামমন্দিরের আদলে পুজো মন্ডপেনর উদ্বোধনে কলকাতায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ তেমনটাই খবর বিজেপি সূত্রে৷ সব ঠিক থাকলে ষষ্ঠীর দিন নাড্ডা আসতে পারেন শহরে৷
চব্বিশের নির্বাচনের আগে দুর্গাপুজোকে জনসংযোগের মাধ্যম করার নির্দেশ এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে৷ রাজ্যে দলের সাংসদ, বিধায়কদের নিজের এলাকায় কমপক্ষে ১০০ টি পুজোর সঙ্গে যুক্ত থাকার কথা বলা হয়েছে৷ কলকাতায় একাধিক বড় দুর্গাপুজোর সঙ্গে জডি়ত রয়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রীরা৷ সেখানে কলকাতা ও শহরতলিতে হাতে গোনা দু-একটি পুজোতে বিজেপির প্রভাব রয়েছে৷ সেটা বাড়ানোর চেষ্টা গত দু তিন বছরে একাধিক বার করেছে বিজেপি৷ কিন্ত্ত তেমন সাফল্য আসেনি৷
এবছরও সেভাবে বড় কোনও পুজোতে বিজেপি নেতাদের সক্রিয় অংশগ্রহণ নেই৷ একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর হর্তাকর্তা বিজেপি নেতা সজল ঘোষ৷ বিজেপি সূত্রের খবর, জে পি নাড্ডাকে সজল ঘোষের পুজোতেই আনতে চলেছে রাজ্য নেতৃত্ব৷ এ ছাড়াও দলের কেন্দ্রীয় সভাপতির ঘুরে দেখার কথা উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো৷ তবে নাড্ডা শহরের কোন কোন পুজোয় যাবেন, তার চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি৷
২০২১ বিধানসভা নির্বাচনের আগের বছর অর্থাৎ ২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল বিজেপি৷ সেবার ইজেডসিসিতে দলীয় পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সে বছর পুজোর সময় রাজ্যে এসেছিলেন অমিত শাহও৷ এবারে বিজেপি আর দলীয় ব্যানারে পুজো করছে না৷ পুজো করার জন্য ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামের একটি মঞ্চ তৈরি হয়েছে৷ যাতে যুক্ত রয়েছেন দলের সাংস্কৃতিক সেলের নেতারা৷