• facebook
  • twitter
Friday, 22 November, 2024

টাইফুন কোইনু’র তাণ্ডবে লণ্ডভণ্ড হংকং

হংকং, ১০ অক্টোবর– তাইওয়ানে আঘাত হানার পর এবার চিনে তাণ্ডব চালাচ্ছে টাইফুন কোইনু৷ সোমবার রাতে হংকংয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালায় কোইনু৷ টাইফুনের প্রভাবে অতি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে চিন৷ এক প্রতিবেদনে এনমটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ প্রতিবেদনে বলা হয়, টাইফুন কোইনুর প্রভাবে রাতভর প্রবল বর্ষণের পর এশিয়ার বাণিজ্যিক হাব

হংকং, ১০ অক্টোবর– তাইওয়ানে আঘাত হানার পর এবার চিনে তাণ্ডব চালাচ্ছে টাইফুন কোইনু৷ সোমবার রাতে হংকংয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালায় কোইনু৷ টাইফুনের প্রভাবে অতি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে চিন৷ এক প্রতিবেদনে এনমটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
প্রতিবেদনে বলা হয়, টাইফুন কোইনুর প্রভাবে রাতভর প্রবল বর্ষণের পর এশিয়ার বাণিজ্যিক হাব খ্যাত হংকং স্টক এক্সচেঞ্জে লেনদেন ও স্কুল বন্ধ করে দিয়েছে৷
হংকং আবহাওয়া দপ্তর আগেই দেশজুডে় তীব্র বৃষ্টির সতর্কতা জারি করে রেখেছিল৷ বাস্তবে ঘটেছেও তাই৷ ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টি হচ্ছে গোটা হংকং জুডে়৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল হংকং৷ হংকংয়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের এ সতর্কতাকে কালো সতর্কতা বলা হয়৷
স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার হংকং জুডে় সারাদিন প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ তবে কোনো কোনো জায়গায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০০ মিলিমিটার পর্যন্ত হয়েছে বলে জানা যায়৷
হংকং অবজারভেটরি বলেছে, গত সপ্তাহে টাইফুন কোইনুর আঘাতে তাইওয়ানে একজনের মৃতু্য হয়েছে৷ এটি চিনের গুয়াংডং প্রদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি তীব্র গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপ নিয়ে গতকালের মধ্যে দুর্বল হয়ে পড়ে৷ কিন্ত্ত ভয়াবহ বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অবজারভেটরি সবাইকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে৷
নগরীর তৃতীয়-সর্বোচ্চ ঝড় সতর্কীকরণ সংকেতটি স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত বহাল থাকবে৷
প্রতিবেদনে আরও বলা হয়, ঝডে়র প্রভাবে হংকংয়ের সমস্ত স্কুল-কলেজ ও অফিস বন্ধ করে করে দেওয়া হয়েছে৷ বহুক্ষণ বন্ধ থাকে বিমান পরিষেবা৷ ফলে বিমানবন্দরে বিপুল ভিড় চোখে পরে৷ চিনের উপর দিয়ে এখন ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইছে টাইফুনটি৷ সেখানেও বৃষ্টিপাত হচ্ছে৷
এ বিষয়ে চিনের সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে লেভেল থ্রি সতর্কতা জারি করা হয়েছে৷ ৩৫ হাজার জেলেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ তবে হংকংয়ে ঝডে়র প্রভাব যতটা ছিল, চীনে ততটা থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷