ভারত-পাকিস্তানে সহ ২২০ কোটি মানুষ পড়তে পারেন খরার কবলে
দিল্লি, ১০ অক্টোবর– বর্তমানে মশুমের যা অবস্থা তাতে শুধু ভারত নয় প্রায় গোটা বিশ্বেই এখন গ্রীষ্মকালই প্রধান ঋতু৷ চরমে উঠেছে তাপপ্রবাহ৷ এই তাপপ্রবাহের কারণে বিগত কয়েক দশকে কয়েক হাজার মানুষের মৃতু্য হয়েছে৷ এই মৃতু্যর হিসেব দিয়ে সদ্য প্রকাশিত রিপোর্টে জানিয়েছে, আগামী কয়েক দশকে ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহ এত তীব্র হয়ে উঠবে যে কার্যত ধ্বংসের সম্মুখীন