• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ডেঙ্গিতে  রাজ্যে ফের ২ জনের মৃত্যু

কলকাতা, ৯ অক্টোবর –  ডেঙ্গিতে ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সোমবারও রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল।  রাজ্যের দুই জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল । অশোকনগর শব্দালপুর গ্রামীণ হাসপাতালে ৩১ বছরের এক যুবকের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। মৃতের নাম অমিত ঘোষ। তাঁর বাড়ি শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আত্মীয়রা জানিয়েছেন, শনিবার থেকে জ্বর এসেছিল অমিতের। তাঁকে গ্রামীণ হাসপাতালে

কলকাতা, ৯ অক্টোবর –  ডেঙ্গিতে ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সোমবারও রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল।  রাজ্যের দুই জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল । অশোকনগর শব্দালপুর গ্রামীণ হাসপাতালে ৩১ বছরের এক যুবকের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। মৃতের নাম অমিত ঘোষ। তাঁর বাড়ি শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আত্মীয়রা জানিয়েছেন, শনিবার থেকে জ্বর এসেছিল অমিতের। তাঁকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর রক্ত পরীক্ষা হয়। প্রথমে চিকিৎসকেরা  জানিয়েছিলেন, তাঁর ডেঙ্গি হয়নি। সোমবার সকালে অমিতের অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসক তাঁকে একটি ইনজেকশন দেওয়ার পরেই অমিতের মৃত্যু হয়। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ জানান ডেঙ্গি জ্বরে মৃত্যু হয়েছে ওই যুবকের। 

মৃতের আত্মীয়দের অভিযোগ, ‘ভুল চিকিৎসা করেই রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন চিকিৎসকেরা। কারণ রক্ত পরীক্ষা করার পরে চিকিৎসকেরা জানিয়েছিলেন অমিতের ডেঙ্গি হয়নি। কিন্তু মৃত্যুর পর কারণ হিসাবে তাঁরা বলছেন, ডেঙ্গি জ্বরে মারা গিয়েছেন। সোমবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় শব্দালপুর গ্রামীণ হাসপাতালে। বিশৃঙ্খলা এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি পুলিশকে ডেকে পাঠায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে মুর্শিদাবাদের সুতি থানা এলাকাতেও এক ৫০ বছরের প্রৌঢ়ার ডেঙ্গিতে মৃত্যু হয়। আত্মীয়রা জানিয়েছেন, গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শরীরে অসহ্য যন্ত্রনা, পেট ব্যথা, বমিও হচ্ছিল তাঁর। পরে আরতি সাহা নামে ওই প্রৌঢ়াকে মহিশাইক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষার রিপোর্ট আসার পর দেখা যায়, তাঁর ডেঙ্গি হয়েছে। সেই মতো চিকিৎসাও শুরু করেন চিকিৎসকরা । স্যালাইন, ইনজেকশন দেওয়ার পরেও তাঁকে বাঁচানো যায়নি।