ভোপাল, ৮ অক্টোবর – মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে রাজনৈতিক রণকৌশল স্থির করতে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। পদ্ম শিবিরের তরফে মুখ্যমন্ত্রীত্বের দাবিদার হিসেবে সরাসরি লড়াইয়ে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ও শিবরাজ সিং চৌহান। দিল্লি থেকে তিনটি প্রার্থী তালিকা ঘোষণা করলেও একটিতেও নাম নেই চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। এই পরিস্থিতিতে বিরোধী দল কংগ্রেসের তরফে মুখ্য়মন্ত্রীর দাবিদার কে হবেন তা ঘোষণা করেছেন দলের নেতা রণদীপ সূর্যেওয়ালা। কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর দাবিদার কমল নাথ। যেহেতু সে রাজ্য়ে দলের সভাপতি তিনি, তাই তাঁকেই মুখ্য়মন্ত্রী হিসেবে দাঁড় করাতে চায় দল, এমনটাই ঘোষণা করেন দলের নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা। এই বিষয়ে সূর্যেওয়ালাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানান, রাজ্যের সভাপতির পদে যিনি রয়েছেন, কংগ্রেস তাঁকেই মুখ্যমন্ত্রীর মুখ করবে, সেটাই স্বাভাবিক। সূর্যেওয়ালা বলেন, “কমল নাথ মধ্যপ্রদেশের কংগ্রেসের সভাপতি। ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর মুখ হবেন কমলনাথ।”
কংগ্রেস নেতা বলেন, “বৈঠকে মধ্য় প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্য়কে ধ্বংসের পথে নিয়ে গিয়েছেন , সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্য়ে নারীদের কোন সুরক্ষা নেই, অপরাধমূলক কার্যকলাপ বেড়ে চলেছে। মধ্য প্রদেশ পরিবর্তন চায়। আর একটি সভা ডাকা হবে, সেই সভায় আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। “
কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি , অধীর চৌধুরী। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “খুব শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।” তাঁর আরও সংযোজন, “অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে কিন্তু সবকিছু সামনে আনা হবে না। শীঘ্রই প্রকাশ করা হবে প্রার্থী তালিকা।”