কলকাতা, ৪ অক্টোবর – নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হল তাঁরই ছাত্ররা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলা গ্রহণও করেছে আদালত। যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ হওয়া ঘিরেই এই মামলা । একসময়ে ওই কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব সামলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মামলাকারী পক্ষের বক্তব্য, মানিক ভট্টাচার্য ১৯৯৮ সাল থেকে যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ ছিলেন। তাঁদের দাবি, সেই সময় থেকে যতদিন তিনি অধ্যক্ষ ছিলেন, ওই সময়ে পাওয়া বেতন ফেরত নেওয়া হোক। তাঁদের অভিযোগ, ওই কলেজের অধ্যক্ষ পদে নিয়ম বিরুদ্ধভাবে বসেছিলেন তিনি। মামলাকারীদের যুক্তি, কোনও কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অন্তত ১৫ বছর কোনও কলেজে অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকবাবুর ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখছেন ইডি ও সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই গ্রেফতার হন মানিকবাবু। গত বছরের অক্টোবরে দীর্ঘ জিজ্ঞাসাবাদসর পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি। ফের তাঁর বিরুদ্ধে নতুন মামলা করা হল।