• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তৃণমূলের অভিযানের আগেই রাজভবন ছাড়লেন রাজ্যপাল

 কলকাতা, ৪ অক্টোবর –  তৃণমূলের রাজভবন অভিযানের আগেই রাজভবন ছেড়ে ‘অন্যত্র’ চলে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা পায়নি তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। তার প্রতিবাদে বৃহস্পতিবার রাজভবনে এক লক্ষ মানুষ নিয়ে রাজভবন অভিযান করবে তৃণমূল। অভিষেক জানান, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। তাই কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তাঁর হাতেই বঞ্চিত মানুষের ৫০ লক্ষ চিঠি

????????????????????????????????????

 কলকাতা, ৪ অক্টোবর –  তৃণমূলের রাজভবন অভিযানের আগেই রাজভবন ছেড়ে ‘অন্যত্র’ চলে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা পায়নি তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। তার প্রতিবাদে বৃহস্পতিবার রাজভবনে এক লক্ষ মানুষ নিয়ে রাজভবন অভিযান করবে তৃণমূল। অভিষেক জানান, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। তাই কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তাঁর হাতেই বঞ্চিত মানুষের ৫০ লক্ষ চিঠি তুলে দেওয়া হবে।  
অভিষেকের এই ঘোষণার আগেই রাজভবন থেকে কোচির উদ্দেশে রওনা হয়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, কোচি থেকে বুধবার সকালেই রাজ্যপাল দিল্লি চলে গিয়েছেন। কিন্তু তাঁর কর্মসূচি সম্পর্কে কিছুই জানা যায়নি। শুধু জানা গিয়েছে, রাজ্যপাল কোচি এবং দিল্লি গিয়েছেন কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে। তাঁর সফর সম্পর্কে বিস্তারিত তথ্য রাজভবনের কর্মীরাও বিশেষ জানেন না। এমনকী বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল ফিরবেন কিনা তাও পরিষ্কার জানা যায়নি।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তৃণমূলের রাজভবন অভিযানকে গুরুত্ব না দিতে বৃহস্পতিবার রাজভবনে উপস্থিত নাও থাকতে পারেন সি ভি আনন্দ বোস। তবে তৃণমূল সূত্রে খবর,  রাজ্যপাল না থাকলেও অভিযান হবে।