• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কলকাতায় জাগরণ যাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাই কোর্টের

 কলকাতা, ৪ অক্টোবর – কলকাতায় জাগরণ যাত্রায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আদালত নির্দিষ্ট নিয়ম মেনে  ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলা থেকে কলকাতায় আসবে মিছিল। ৮ তারিখ কলকাতার রানি রাসমনি মোড়ে জমায়েতে থাকতে পারবে সর্বাধিক ২ হাজার সদস্য-সমর্থকরা। ৮ তারিখ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের শৌর্য জাগরণ যাত্রা। কলকাতার

 কলকাতা, ৪ অক্টোবর – কলকাতায় জাগরণ যাত্রায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আদালত নির্দিষ্ট নিয়ম মেনে  ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলা থেকে কলকাতায় আসবে মিছিল। ৮ তারিখ কলকাতার রানি রাসমনি মোড়ে জমায়েতে থাকতে পারবে সর্বাধিক ২ হাজার সদস্য-সমর্থকরা। ৮ তারিখ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের শৌর্য জাগরণ যাত্রা। কলকাতার রানি রাসমনি রোডে জমায়েত করবে সংগঠনের সদস্যরা। তার আগে আগামী ৫ অক্টোবর থেকে জেলা থেকে বহু মানুষ জড়ো হবেন শহরে। জেলার মিছিলগুলিতে সর্বোচ্চ ২০টি বাইক এবং ৩টে ট্রাকে ট্যাবলো সাজিয়ে আনা যাবে। মিছিলে ২০০ জনের বেশি লোক থাকতে পারবে না। জেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে। এসিপিকে নজর রাখতে হবে মিছিলে। রাস্তা পরিবর্তন করা হলে তা উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে নিতে হবে।
কলকাতার মিছিলের উপরও শর্ত আরোপ করেছে হাই কোর্ট। রানি রাসমণি রোডে ২ হাজারের বেশি মানুষ জমায়েত করতে পারবে না। সেই মিছিলে ৪টে ম্যাটাডোর, ৩০টি বাইক, ১০টি ট্রাক থাকতে পারে। তবে কোনওভাবেই রাজ্য বা জাতীয় সড়ক অর্ধেক বন্ধ করে মিছিল করা যাবে না