• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং 

দিল্লি, ৪ অক্টোবর – আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং।  সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালান ইডির আধিকারিকরা।  এরপর বুধবার বিকেলে ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বুধবার দিনভর তাঁর দিল্লির বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।  তল্লাশির শেষে তাঁকে গ্রেফতার করা হয়।   দিল্লি আবগারি দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই তাঁকে তিনি এদিন গ্রেফতার হন।

দিল্লি, ৪ অক্টোবর – আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং।  সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালান ইডির আধিকারিকরা।  এরপর বুধবার বিকেলে ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বুধবার দিনভর তাঁর দিল্লির বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।  তল্লাশির শেষে তাঁকে গ্রেফতার করা হয়।   দিল্লি আবগারি দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই তাঁকে তিনি এদিন গ্রেফতার হন। আপের পক্ষ থেকে সঞ্জয় সিং-এ গ্রেফতারি নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

বুধবার সকালে সঞ্জয়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেজরীওয়াল। তিনি বলেছিলেন, ‘‘গত এক বছর ধরে আবগারি দুর্নীতি নিয়ে অনেক কথা শুনছি আমরা। এত দিন ধরে এক হাজারেরও বেশি তল্লাশি অভিযান চলেছে। কিন্তু এক পয়সাও উদ্ধার হয়নি।’’ বুধবার সকালে ইডি হানা দেওয়ার সময়ই আপের পক্ষ থেকে এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে চিহ্নিত করা হয়েছিল। আপের অভিযোগ, সঞ্জয় সিং আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করাতেই ইডি তাঁকে নিশানা করে। যদিও ইডির হাতে সঞ্জয় সিং গ্রেফতারির পর তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।