• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিশ্বকাপের জেরে পিছিয়ে যেতে চলেছে আইএসএল ডার্বি!

কলকাতা:-  ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইএসএল, একইসঙ্গে মোহনবাগান এসজি খেলছে এএফসি কাপের ম্যাচ। কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ক্রিকেট বিশ্বকাপ। তার উপর উৎসের মরসুম। এই পরিস্থিতিতে একইদিনে পড়েছে একাধিক ইভেন্ট। তারমধ্যে অন্যতম ২৮ অক্টোবর আইসএলের প্রথম ডার্বি ম্যাচ। কিন্তু এই ম্যাচ নিয়ে প্রথম থেকেই জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, ২৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে রয়েছে বিশ্বকাপের

কলকাতা:-  ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইএসএল, একইসঙ্গে মোহনবাগান এসজি খেলছে এএফসি কাপের ম্যাচ। কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ক্রিকেট বিশ্বকাপ। তার উপর উৎসের মরসুম। এই পরিস্থিতিতে একইদিনে পড়েছে একাধিক ইভেন্ট। তারমধ্যে অন্যতম ২৮ অক্টোবর আইসএলের প্রথম ডার্বি ম্যাচ। কিন্তু এই ম্যাচ নিয়ে প্রথম থেকেই জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, ২৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে রয়েছে বিশ্বকাপের ম্যাচ। মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ড ও বাংলাদেশ। কলকাতায় বাংলাদেশ দলের সমর্থক বেশি থাকবে, ফলে পুলিশকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। এছাড়া একই দিনে শহরে আসবে পাকিস্তানও।আবার প্রতিমা নিরঞ্জন পর্বও চলবে ফলে তিনদিকে নিরাপত্তা দিতে কালঘাম ছুটবে পুলিশের। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে পিছিয়ে যেতে চলেছে আইএসএল ডার্বি। সূত্রের খবর, একটি স্পোর্টস ওয়েবসাইটের খবর অনুসারে নভেম্বর মাসে হতে পারে মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ। কারণ নির্দিষ্ট সূচি অনুসারে বড় ম্যাচ করতে হলে এফএসডিএলের কাছে দুটি রাস্তা খোলা আছে। এক,কলকাতা থেকে অন্যত্র ডার্বি সরিয়ে নিয়ে যাওয়া। দুই, ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করা। জানা গিয়েছে, সরকারিভাবে এখনও কোনও সিদ্ধান্ত জানায়‌নি আইএসএল আয়োজকরা। কিন্তু তাদের সামনে যে দুটি পথ খোলা আছে সেটার মধ্যে থেকে একটা গ্রহণ করলেও ক্ষতি হবে। তাই বড় ম্যাচ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে এফএসডিএল।  উৎসবের মরসুমে একই দিনে এত পুলিশ মোতায়ন করা সম্ভব নয় বলেই ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন। শুধু ডার্বি নয়, সপ্তমীর দিন ইস্টবেঙ্গল বনাম গোয়ার ম্যাচ এবং দশমীর দিন এফসি কাপের মোহনবাগান ম্যাচ আয়োজনেও নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল। তারপরই বড় ম্যাচের দিন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়। পয়লা নভেম্বর ম্যাচ আয়োজন সম্ভব কিনা সেটা জানতে চেয়ে প্রশাসন এবং ক্লাব কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। কিন্তু ডার্বি সবসময় সপ্তাহ শেষেই হয়। ১ নভেম্বর হলে প্রথম বুধবারে বড় ম্যাচ হবে। ডার্বির মতো ইস্টবেঙ্গল-গোয়ার ম্যাচেরও দিন পরিবর্তন হতে পারে বলে সূত্রের খবর। বিশ্বকাপের সূচি বা ম্যাচের ভেন্যু যে পরিবর্তন করা সম্ভব নয় তা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই।