• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এশিয়ান গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা অবিনাশ সাবলের।

ভারত:- এশিয়ান গেমস হকিতে অপরাজিত ভারতীয় মহিলা দল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করল ভারতীয় মহি‌লা দল। সেইসঙ্গে পুরুষদের পর এবার মহিলারাও এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল হরমনপ্রীত ব্রিগেড। এরপর শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দি‌ল ভারতের প্রমীলা বাহিনি। সূত্রের খবর, জানা গিয়েছে, পুরুষদের পর এবার মহিলাদের হকিতে সেমিফাইনালে

ভারত:- এশিয়ান গেমস হকিতে অপরাজিত ভারতীয় মহিলা দল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করল ভারতীয় মহি‌লা দল। সেইসঙ্গে পুরুষদের পর এবার মহিলারাও এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল হরমনপ্রীত ব্রিগেড। এরপর শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দি‌ল ভারতের প্রমীলা বাহিনি। সূত্রের খবর, জানা গিয়েছে, পুরুষদের পর এবার মহিলাদের হকিতে সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করল ভারত। রবিবার মহিলাদের হকিতে গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-১ গোলে ড্র করল ভারত। ম্যাচের প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়েছিল ভারত। তবে ম্যাচের ৪৪ মিনিটে নভনীত কৌর সমতা ফেরালেন। সেইসঙ্গে শেষ চারের দিকে আরও একধাপ এগিয়ে দিলেন দলকে। পুরো ম্যাচে আর কোনও গোল হয়নি। কোরিয়ার আগে সিঙ্গাপুরকে ১৩-০ গোলের মালা পরিয়েছিল ভারতের মেয়েরা। তারপর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে হাফডজন গোলে জিতেছিলেন মেয়েরা। অবশ্য কোরিয়ার বিরুদ্ধে ভারতের সেই দাপট দেখা গেল না। পাঁচ দলের গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গোলপার্থক্যে ভারতের মেয়েরা শীর্ষে থাকল। সমসংখ্যাক ম্যাচ ও পয়েন্ট পেয়ে দক্ষিণ কোরিয়া লিগ তালিকায় দুই নম্বরে। জানা গিয়েছে, শেষ ম্যাচে ভারতের মহিলাদের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে দুর্বল দল হংকং। যে হংকং তিনটি ম্যাচে তিনটেতেই হেরে ১৬টি খেয়েছে। এরআগে অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল ভারতের। চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছি‌ল ভারতীয় মহিলা দলকে। এবার এশিয়ান গেমসে সেই আক্ষেপ পূরণ করাই লক্ষ্য ভারতীয় মহিলা হকি দলের।