উত্তরপ্রদেশ:- উত্তরপ্রদেশে সর্বক্ষেত্রে অনেক উন্নয়ন করেছেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, এবার গোরক্ষপুরের পর্যটনের উন্নয়নেও একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। পর্যটকদের সুবিধার্থে ডিজিটাল ট্যুরিস্ট গাইড তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য বিশ্ব পর্যটন দিবসে রাজ্যে পর্যটকদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে বিদ্যুৎ চালিত বাস এবং রিকশা চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলিকে পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে সৌরশক্তি চালিত আলোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, গতবছরে উত্তর প্রদেশে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছিলেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গোরক্ষপুরকেও পর্যটকরা পছন্দ করতে শুরু করেছেন বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। সেকারণে গোরক্ষপুরেও পর্যটকদের সুবিধার্থে একাধিক পরিকল্পনা নিয়েছেন তিনি। তারমধ্যে অন্যতম হল ডিজিটাল ট্যুরিস্ট গাইড তৈরি করা। উত্তর প্রদেশে বিদেশী পর্যটকদের সংখ্যা যাতে বাড়ে তার জন্যই এই পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, তিনি বিরোধীদের নিশানা করে বলেছেন এর আগে উত্তর প্রদেশে পর্যটকরা আসতে ভয় পেতেন। কিন্তু এখন সেই ভয় কেটে গিয়েছে। রাজ্যে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সেকারণে উত্তর প্রদেশের পর্যটনের উন্নয়নে জোর দিয়েছেন তিনি। পর্যটনের উন্নয়ন হলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে বার্তা দিয়েছেন তিনি।